সংবাদচর্চা রিপোর্ট:
রূপগঞ্জে অভিযান চালিয়ে বিদেশি পিস্তলসহ ২ যুবককে আটক করেছে পুলিশ। শনিবার (৮ মার্চ) বিকেল সাড়ে ৪ টায় রূপগঞ্জের মুড়াপাড়া এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। গ্রেপ্তাররা হলেন উপজেলার ব্রামনগাঁও এলাকার আমির হামজা এবং মো. হামিম (২৪)। সহকারী পুলিশ সুপার (‘সি’ সার্কেল) মো. মেহেদী ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।
মেহেদী ইসলাম জানান, স্থানীয় কিছু সন্ত্রাসী বাহিনীর মধ্যে কিছুদিন ধরেই গোলাগুলির ঘটনা ঘটে আসছিল। এর প্রেক্ষিতে গোপন সংবাদের ভিত্তিতে দুই যুবককে আটক করা হয়। এসময় তাদের কাছ থেকে দুটি বিদেশি পিস্তল ও ম্যাগজিনসহ ৮ রাউন্ড গুলি উদ্ধার করা হয়। তাদের বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা রুজু করার বিষয়টি প্রক্রিয়াধীন।