নিজস্ব প্রতিবেদক:
স্ত্রীকে শ্বাসরোধে হত্যার ৭ মাস পর ঘাতক স্বামী সুমন ইসলামকে গ্রেফতার করেছে পুলিশ। শুক্রবার (১ জুন) রাতে রাজধানীর যাত্রাবাড়ি এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত সুমন ইসলাম নওগাঁর মহাদেবপুর থানার হর্ষি দেওয়ানপাড়া গ্রামের মুখলেছুর রহমানের ছেলে। সে ফতুল্লার ঢালীপাড়া ছোটপাকাপুল এলাকায় লাল মিয়ার বাড়ীতে ভাড়ায় বসবাস করে রাজ মিস্ত্রীর কাজ করত।
অপর দিকে নিহত স্ত্রীর নাম কল্পনা খাতুন (২০)। সে নাটোর জেলার বাগাতিপাড়া থানার মারিয়া গ্রামের আইয়ুব আলীর মেয়ে।
মামলার তদন্তকারী অফিসার ফতুল্লা মডেল থানার এসআই দিদারুল আলম মামলার বরাত দিয়ে বলেন, ২০১৬ সালের ২১ ফেব্রুয়ারী তাদের বিয়ে হয়। বিয়ের পর থেকে কল্পনার কাছে এক লাখ টাকা যৌতুক দাবী করে আসছে সুমন।
দাবীতৃক যৌতুকের টাকা না পেয়ে গত ২০১৭ সালের ২৯ সেপ্টেম্বর গ্রামের বাড়ি থেকে কল্পনা খাতুনকে ফতুল্লার ঢালীপাড়া ছোটপাকাপুল এলাকায় লাল মিয়ার বাড়িতে নিয়ে আসে। এখানে পূর্বপরিকল্পনায় সুমন তার বাবা মোকলেছুর রহমান তার মা শিরিন বেগম, ছোট ভাই শাকিল আত্মীয় আব্দুল কুদ্দুস ও স্বপন মিয়া মিলে ওই বছরের ২৪ অক্টোবর রাতে কল্পনা খাতুনকে মারপিটের পর শ্বাসরোধে হত্যা শেষে লাশ ঘরের আড়ার সঙ্গে ঝুলিয়ে রেখে পালিয়ে যায়। এঘটনায় নিহতের বাবা আইয়ুব আলী বাদী হয়ে ৬ জনের নামে মামলা করেছেন।