আজ বুধবার, ১৮ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ, ১লা মে, ২০২৪ খ্রিস্টাব্দ

সোনারগাঁয়ে শিল্প প্রতিষ্ঠানের পরিবেশ দূষণের বিরুদ্ধে মানববন্ধনে বাধা

নিজেস্ব প্রতিবেদক: নারায়ণগঞ্জের সোনারগাঁয়ের জামপুর ইউনিয়নের বাগবাড়িয়া এলাকায় গ্যাস্টন ব্যাটারি কারখানার এডিস মিশ্রিত পানিতে পরিবেশ দূষণ হয়ে বিপর্যস্ত হয়ে পড়েছে এলাকাবাসী। প্রতিবাদে ৩ নভেম্বর শুক্রবার বিকেলে ওই এলাকায় কয়েকশ মুসল্লি ও সাধারণ মানুষ বাগবাড়িয়া জামে মসজিদের সামনে নারায়ণগঞ্জ পরিবেশ আন্দোলনের ব্যানারে মানবন্ধন কর্মসূচী ও বিক্ষোভ মিছিল করে।

মানববন্ধন চলাকালে গ্যাস্টন কারখানার সন্ত্রাসী বাহিনী মানববন্ধন কর্মসূচীতে হামলার চেষ্টা করে। এসময় সাংবাদিকদের ছবি তুলতে বাধা দিয়ে ক্যামেরা ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে। ফলে প্রায় ২০ মিনিট মানববন্ধন কর্মসূচী বন্ধ থাকে। পরে সন্ত্রাসীদের সঙ্গে এলাকাবাসীর বাগবিতন্ডার শুরু হয়।

স্থানীয় যুবলীগ নেতা আবু ইসলাম চৌধুরী সাগরের হস্তক্ষেপে পরিস্থিতি শান্ত হয়। মানববন্ধন কর্মসূচী শেষে এক বিক্ষোভ মিছিল বের করা হয়। মানববন্ধন কর্মসূচীতে নারায়ণগঞ্জ পরিবেশ আন্দলনের আহবায়ক ও নারায়ণগঞ্জ প্রেস ক্লাবের সাবেক সাধারণ সম্পাদক মোস্তফা করিম একাত্মতা প্রকাশ করেন।

মানববন্ধন কর্মসূচীতে এলাকাবাসী অভিযোগ করেন, উপজেলার জামপুর ইউনিয়নের বাগবাড়িয়া এলাকায় কনফিডেন্ট গ্রুপের অঙ্গ প্রতিষ্ঠান গ্যাস্টন ব্যাটারি কারখানা নামের একটি শিল্প প্রতিষ্ঠান দীর্ঘদিন ধরে পানি শোধন না করেই এসিড মিশ্রিত পানি পাশ্ববর্তী বিভিন্ন পুকুর ও জলাশয়ে ফেলে পরিবেশ দূষণ করছে। ফলে এলাকার বিভিন্ন প্রকার রোগে আক্রান্ত হতে থাকে এলাকাবাসী।

এছাড়াও এলাকার পুকুর ও জলাশয়ের মাছ মরে ভেসে উঠছে। স্থানীয় মসজিদে এ শিল্প প্রতিষ্ঠানের জেনারেটরের শব্দে নামাজ পড়ে পারছেন না বলে অভিযোগ করেন। এছাড়াও সরকারী হালট বালু দিয়ে ভরাট করে দখলে নিয়ে যায় ওই শিল্প প্রতিষ্ঠান।

এলাকাবাসী বিক্ষুদ্ধ হয়ে শুক্রবার বিকেলে এলাকায় কয়েকশ মুসল্লি ও সাধারণ মানুষ বাগবাড়িয়া জামে মসজিদের সামনে নারায়ণগঞ্জ পরিবেশ আন্দোলনের ব্যানারে মানবন্ধন কর্মসূচী ও বিক্ষোভ মিছিল করে এলাকাবাসী। এসময় জামপুর ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক সামসুল ইসলাম সামসুর নেতৃত্বে জামপুর ইউনিয়ন ছাত্রলীগের সাবেক সভাপতি আব্দুর নূর, সন্ত্রাসী ডিস আলআমিন, রফিকুল তাইজুদ্দিন, মনির হোসেনসহ ২০-২৫জনের সন্ত্রাসী দল মানববন্ধন কর্মসূচীতে বাঁধা দেয়। এক পর্যায়ে সাংবাদিকদের ছবি তুলতে বাধা দিয়ে ক্যামেরা ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে।

জামপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান শাহ মো. হানিফের সভাপতিত্বে মানববন্ধন কর্মসূচীতে বক্তব্য রাখেন সোনারগাঁ পরিবেশ আন্দোলনের আহবায়ক আনিছুর রহমান, স্থানীয় আবু তালেব চৌধুরী জিসান, আবু ইসলাম চৌধুরী সাগর, মিন্নত আলী, আজিজুল ইসলাম, আনসার আলী মেম্বার, হযরত আলী, আব্বাস আলী, জয়নাল আবেদীন, মাইনুদ্দিন, কামাল হোসেন, রতন প্রমুখ।

মানববন্ধন কর্মসূচীতে আবু তালেব চৌধুরী জিসান বলেন, গ্যাস্টন ব্যাটারি কারখানার এসিড মিশ্রিত পানি কোন প্রকার শোষন ছাড়াই পাশের রাস্তায় ফেলছে। ফলে পানি আটকে রাস্তায় বড় বড় গর্তের সৃষ্টি হয়েছে। এ গর্তে গাড়ি উল্টে শিক্ষার্থীসহ এলাকাবাসী দুর্ঘটনায় আহত হয়। এছাড়াও এসিড মিশ্রিত পানি পাশের পুকুর ও জলাশয়ে ফেলায় মাছ মরে ভেসে উঠছে। আমরা এ দুর্ভোগের পরিত্রাণ চাই।

জামপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান শাহ মো. হানিফ বলেন, গ্যাস্টন ব্যাটারি কারখানার এসিড মিশ্রিত পানিতে জামপুর ইউনিয়নের বাগবাড়িয়া,তালতালা, বৈরাবের টেক, কাওড়া ভিটা, কলিয়া পাড়া, টানপাড়াসহ প্রায় ১০ গ্রামের মানুষ দূভোর্গে আছেন। অনতি বিলম্বে এ পানি ফেলা বন্ধ করতে হবে। এসিড মিশ্রিত পানি ফেলা বন্ধ না করলে এলাকাবাসীকে সঙ্গে নিয়ে এশিয়ান হাইওয়ে মহাসড়ক অবরোধসহ কঠোর আন্দোলনে নামতে বাধ্য হবো।

স্পন্সরেড আর্টিকেলঃ