আজ বুধবার, ১৩ই ফাল্গুন, ১৪৩১ বঙ্গাব্দ, ২৬শে ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

সোনারগাঁয়ে ব্যবসায়ী কে পিটিয়ে জখম

নিজস্ব প্রতিবেদক:

সোনারগাঁয় উপজেলার কাঁচপুর সোনাপুর এলাকায় বাকি না দেওয়ায় মুদি ব্যবসায়ী তাকবির হোসেনকে পিটিয়ে জখম করেছে বলে অভিযোগ উঠেছে। আহত ওই ব্যবসায়ীকে সোনারগাঁ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

২ ফেব্রুয়ারী শনিবার বিকেলে সোনাপুর কমিউনিটি সেন্টারের কাছে এ ঘটনা ঘটে। এসময় হামলাকারীরা মুদি দোকান ভাংচুর করে পন্যদ্রব্য বিনষ্ট করে। এ ঘটনায় ৩ ফেব্রুয়ারী রোববার দুপুরে ওই ব্যবসায়ী বাদী হয়ে সোনারগাঁ থানায় অভিযোগ দায়ের করেছেন।

সোনারগাঁ থানায় দায়ের করা অভিযোগ থেকে জানা যায়, উপজেলার বারদী ইউনিয়নের চেঙ্গাকান্দি গ্রামের মোসলে ফকিরের ছেলে সোনাপুর কমিউনিটি সেন্টারের পাশে একটি দোকানঘর ভাড়া নিয়ে মুদি মনিহারীর ব্যবসা করে আসছেন। কাঁচপুর সোনাপুর এলাকার রিফাত তার দোকান থেকে দীর্ঘদিন ধরে বাকি পন্যদ্রব্য নিয়ে টাকা পরিশোধ করেনি। শনিবার বিকেলে পুনরায় রিফাত তাকবিরের দোকানে এসে ডিম বাকি চায়। রিফাতের কাছে তার পাওনা টাকা দাবী করলে তাদের মধ্যে কথাকাটাকাটি হয়। এক পর্যায়ে রিফাতের নেতৃত্বে আমিন ও মোমেন একত্রিত হয়ে লাঠিসোটা, লোহার রড নিয়ে তার দোকানে হামলা করে। এসময় ব্যবসায়ী তাকবিরকে পিটিয়ে জখম করে। এসময় হামলাকারীরা মুদি দোকান ভাংচুর করে মুদি পন্য বিনষ্ট করে। এছাড়াও নগদ ২০ হাজার টাকা লুট করে নিয়ে যায়। আহত ওই ব্যবসায়ীকে উদ্ধার করে সোনারগাঁ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

সোনারগাঁ থানার ওসি মনিরুজ্জামান বলেন, মুদি দোকানীকে হামলা করে আহত করার ঘটনায় অভিযোগ গ্রহন করা হয়েছে। হামলাকারীদের বিষয়ে তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।