আজ বুধবার, ১৩ই ফাল্গুন, ১৪৩১ বঙ্গাব্দ, ২৬শে ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

সোনারগাঁয়ে দুই বোনকে গণধর্ষণের মামলায় ৫ জনের যাবজ্জীবন

সোনারগাঁ  প্রতিনিধিঃ  সোনারগাঁয়ে দুই বোনকে গণধর্ষণ মামলার রায়ে ৫ জনকে যাবজ্জীবন সশ্রম কারাদন্ড ও এক লাখ টাকা অর্থদন্ড দিয়েছেন আদালত। এছাড়ও এ মামলার অপর এক আসামী নজরুল ইসলাম হোমা খালাস পেয়েছেন। গতকাল মঙ্গলবার নারায়ণগঞ্জ জেলা নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইবুনালের বিচারক মোহাম্মদ শাহীন উদ্দিন এ রায় দেন। রায় ঘোষণার সময় সাজাপ্রাপ্ত আসামি শাহ আলম আদালতে উপস্থিত ছিলেন। বাকী আসামিরা পলাতক রয়েছে। সাজাপ্রাপ্ত ৫ আসামি হলেন- নারায়ণগঞ্জের সোনারগাঁও উপজেলার মঙ্গলেরগাঁও এলাকার মৃত হজরত আলীর ছেলে শাহ আলম একই এলাকার আব্দুল খালেকের তিন ছেলে খোকন, এমদাদ, ইকবাল ও হাবিবউল্লার ছেলে জিয়া। খালাসপ্রাপ্ত আসামী নজরুল ইসলাম হোমা সোনারগাঁয়ের মঙ্গলেরগাঁওয়ের হাকিম মিয়ার ছেলে।
আদালতের ¯েপশাল পিপি রকিব উদ্দিন বিষয়টি নিশ্চিত করে জানান, ২০১০ সালের ২৮ মে লালমনিরহাট থেকে দুই বোন স্ব-পরিবারে সোনারগাঁয়ে চাচার বাড়িতে বেড়াতে এসে গণধর্ষণের শিকার হয়। এ ঘটনায় ছয়জনের নাম উল্লেখ্য করে সোনারগাঁ থানায় ধর্ষিতাদের মধ্যে একজন মামলা দায়ের করেন। এ মামলায় পুলিশ ছয়জনের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দাখিল করেন। আদালত সাক্ষ্যপ্রমাণের ভিত্তিতে এ রায় ঘোষণা করেছেন।