সোনারগাঁ প্রতিনিধি:
সোনারগাঁ উপজেলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মাহফুজুর রহমান কালামের নেতৃত্বে মাদকের বিরুদ্ধে গণসংযোগ করা হয়েছে।১৩ জুলাই শুক্রবার বিকেলে জামপুর ও নোয়াগাও ইউনিয়নের বিভিন্ন এলাকায় তিনি এ কর্মসূচী পালন করেন।
মাদকের বিরুদ্ধে গণসচেতনতা মূলক অনুষ্ঠানে মহাফুজুর রহমান কালাম বলেন, যুব সমাজ ধ্বংস হয়ে গেলে জাতীর ভবিষ্যত অন্ধকার। তাই যুব সমাজকে মাদকের হাত থেকে যে কোন মূল্যে রক্ষা করতে হবে আমাদের।
এসময় তার সঙ্গে ছিলেন জেলা যুব আইনজীবী পরিষদের সভাপতি অ্যাডভোকেট ফজলে রাব্বি, জেলা পরিষদের সদস্য মোস্তাফিজুর রহমান মাসুম, জামপুর ইউনিয়ন পরিষদের চেয়াম্যান হা-মিম শিকদার শিপলু, উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি রাসেল মাহমুদ, যুবলীগ নেতা সামসুজ্জামান সামসু সহ ছাত্রলীগ, যুবলীগ, আওয়ামীলীগ ও অঙ্গ সংগঠনের নেতা কর্মীরা।