আজ বৃহস্পতিবার, ১৪ই ফাল্গুন, ১৪৩১ বঙ্গাব্দ, ২৭শে ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

সোনারগাঁয়ে ইয়াবাসহ স্বামী-স্ত্রী আটক

সোনারগাঁ প্রতিনিধি:
সোনারগাঁ উপজেলার হরিহরদী মামুরদী এলাকা থেকে মঙ্গলবার রাতে ২’শ পিছ ইয়াবাসহ আল-আমিন ও তানিয়া আক্তার নামে এক দম্পতিকে আটক করেছে পুলিশ। এসময় সোবহান নামে তাদের এক সহযোগিকেও আটক করা হয়।
সোনারগাঁ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুজ্জামান জানান, মঙ্গলবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ উপজেলার সনমান্দী ইউনিয়নের হরিহরদী মামুরদী এলাকায় মাদক বিরোধী অভিযান চালিয়ে ২’শ পিছ ইয়াবাসহ আল-আমিন, তার স্ত্রী তানিয়া আক্তার ও সোবহান নামে অপর এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে। এ ঘটনায় থানায় মামলা দায়েরের পর বুধবার তাদেরকে আদালতে পাঠানো হয়।

গ্রেফতারকৃত আল-আমিনের বিরুদ্ধে ১২টি ও তার স্ত্রী তানিয়া আক্তারের বিরুদ্ধে ৫টি মাদক মামলা আছে।