নিজস্ব প্রতিবেদক:
বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) সোনারগাঁ পৌর শাখার উদ্যোগে বিএনপির প্রতিষ্ঠাতা ও সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৩৭তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বুধবার (৩০ মে) সোনারগাঁ পৌর সভার মুসলিমনগর (দত্তপাড়া) জামে মসজিদ সংলগ্ন মাঠে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে সোনারগাঁ থানা বিএনপির সভাপতি বীর মুক্তিযোদ্ধ খন্দকার আবু জাফর, বিশেষ অতিথি হিসেবে সোনারগাঁ থানা বিএনপির সাবেক সহ সভাপতি ও চেয়ারম্যান রফিকুল ইসলাম (বিডিআর), নারায়ণগঞ্জ জেলা যুবদলের সাবেক সহ সভাপতি মোশারফ হোসেন উপস্থিত ছিলেন।
সোনারগাঁ পৌর বিএনপির সিনিয়র সহ সভাপতি আলহাজ¦ শাহজাহান মেম্বার এর সভাপতিত্বে অনুষ্ঠানে কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের যুগ্ম সম্পাদক ওয়াহিদ বিন ইমতিয়াজ বকুল, পৌর বিএনপির সাধারন সম্পাদক হুমায়ূন কবির রফিক, পৌর যুবদলের সাবেক সভাপতি আলমগীর হোসেন, পৌর স্বেচ্ছাসেবক দলের সভাপতি সফিকুল ইসলাম, জাসাসের সভাপতি মফিজুল ইসলাম সোহেল, পৌর ছাত্রদলের সাধারন সম্পাদক পনির হোসেন ও শ্রমিকদল নেতা আ: বাসেদ সহ বিপুল সংখ্যক নেতাকর্মী ছাড়াও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
ইফতার পূর্ব আলোচনা সভায় বক্তারা বলেন, স্বাধীনতা-উত্তর দুঃসহ স্বৈরাচারী দুঃশাসনে চরম হতাশায় দেশ যখন নিপতিত, জাতি হিসেবে আমাদের এগিয়ে যাওয়া যখন বাধাগ্রস্ত ঠিক তখনই জিয়াউর রহমান জনগণের নেতৃত্বভার গ্রহণ করেন। ক্ষমতায় এসেই মানুষের হারানো অধিকার ফিরিয়ে দিয়ে বহুদলীয় গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা করেন। নিশ্চিত করেন মানুষের বাক ও ব্যক্তি স্বাধীনতা।
বক্তরা আরো বলেন, জিয়াউর রহমান ছিলেন রাষ্ট্রের ভাগ্য পরিবর্তনের নায়ক। এই জন্যই প্রতিপক্ষরা বিএনপি এবং জিয়াউর রহমানকে সহ্য করতে পারে না। তারা জিয়াউর রহমানের নাম মুছে ফেলতে চায়। কিন্তু জিয়াউর রহমানের নাম ১৬ কোটি মানুষের হৃদয়ে আছে। যতদিন বাংলাদেশ থাকবে ততদিন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের নাম মুছে ফেলা যাবে না।
আলোচনা শেষে জিয়াউর রহমানের বিদেহী আত্মার মাগফিরাত কামনা সহ বেগম খালেদা জিয়ার সুস্বাস্থ্য এবং দেশবাসীর মঙ্গল কামনায় বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়।