সোনারগাঁ প্রতিনিধিঃ সোনারগাঁ থানার নবনিযুক্ত ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুজ্জামানকে ফুল দিয়ে শুভেচ্ছা জানিয়েছেন উপজেলার পিরোজপুর ইউনিয়নের বড়নয়াগাঁও এলাকার বিশিষ্ট ব্যবসায়ী, সমাজ সেবক, দানবীর ও মেডি-কেয়ার জেনারেল হাসপাতালের চেয়ারম্যান আলহাজ্ব মোঃ আলাউদ্দিন সাহেব।
গতকাল বুধবার দুপুরে সোনারগাঁ থানায় অফিস কক্ষে ওসি মনিরুজ্জামানকে ফুল দিয়ে শুভেচ্ছা বিনিময় করেছেন। এসময় আলাপ চারিতায় ওসি মনিরুজ্জামান পিরোজপুর ইউনিয়নের বিভিন্ন এলাকার খোজ খবর নিয়ে জানতে চেয়েছেন কোন রকম সমস্যা রয়েছে কিনা আপনাদের এলাকায়।
ফুলের শুভেচ্ছায় সিক্ত ওসি মনিরুজ্জামান বলেন, সোনারগাঁকে আরো সুন্দর করে গড়ে তোলার লক্ষ্যে আপনাদের সকলের সহযোগিতা প্রয়োজন। যে কোন সময় পুলিশ প্রশাসনের সঙ্গে থেকে এলাকার অন্যায় অবিচার ও মাদক প্রতিরোধে সোচ্চার থাকবেন। আপনাদের পাশে থেকে সার্বক্ষনিক সেবা দিতে প্রস্তুত রয়েছে সোনারগাঁ থানা পুলিশ। সোনারগাঁবাসীকে যে কোন ধরনের ভাল কাজের জন্য সহযোগিতা করার অঙ্গীকার ব্যক্ত করেছেন তিনি।