নিজস্ব প্রতিবেদক:
সোনারগাঁ উপজেলা যুবলীগের সভাপতি রফিকুল ইসলাম নান্নুর মেসার্স নাদিম এন্টারপ্রাইজ নামক ঠিকাদারী প্রতিষ্ঠানের বিরুদ্ধে পৌরসভার পঙ্খীরাজ খালের পশ্চিম পাশে একটি গাইড ওয়াল অতি নিম্নমানের সামগ্রী ও অব্যবহার যোগ্য পুরাতন ইট দিয়ে নির্মাণ করার অভিযোগ উঠেছে।
এ ঘটনায় রবিবার (১০ ফেব্রুয়ারি) এলাকাবাসীর পক্ষ থেকে জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তার কাছে একটি লিখিত অভিযোগ করা হয়েছে।
অভিযোগে উল্লেখ করা হয়েছে, ২০১৬-১৭ অর্থ বছরে জেলা পরিষদ থেকে সোনারগাঁ পৌরসভায় ভট্টপুর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় ও শ্রী শ্রী সিদ্ধেশ্বরী পূজা মন্ডপ রক্ষার্থে পঙ্খীরাজ খালের পশ্চিম পাশে একটি গাইড ওয়াল নির্মাণের জন্য ৩০ লাখ টাকা বরাদ্দ দেয়া হয়। পরে ওই কাজের টেন্ডার পায় উপজেলা যুবলীগের সভাপতি রফিকুল ইসলাম নান্নুর মেসার্স নাদিম এন্টারপ্রাইজ। সম্প্রতি ওই ঠিকাদারী প্রতিষ্ঠান অতি নি¤œমানের সামগ্রী ও অব্যবহার যোগ্য পুরাতন ইট দিয়ে গাইড ওয়াল নির্মাণ শুরু করে। এতে এলাকাবাসী ক্ষুব্ধ হয়ে কাজ বন্ধ করে দেয় এবং রবিবার নারায়ণগঞ্জ জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তার কাছে একটি লিখিত অভিযোগ করে।
এ ব্যাপারে অভিযুক্ত ঠিকাদার সোনারগাঁ উপজেলা যুবলীগের সভাপতি রফিকুল ইসলাম নান্নুর সঙ্গে মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করা হলে তা বন্ধ পাওয়া যায়।