আজ বৃহস্পতিবার, ১৫ই কার্তিক, ১৪৩১ বঙ্গাব্দ, ৩১শে অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ

সোনারগাঁ উপজেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান বাবুল

নিজস্ব প্রতিবেদক:

সোনারগাঁও উপজেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যানের দায়িত্ব পেয়েছেন উপজেলা ভাইস চেয়ারম্যান ও আওয়ামী লীগ নেতা বাবুল ওমর বাবু।

৫ আগস্ট বৃহস্পতিবার রূপগঞ্জের সাবেক উপজেলা নির্বাহী কর্মকর্তা ও বর্তমান স্থানীয় সরকার বিভাগ উপজেলা শাখা-১ এর সিনিয়র সহকারী সচিব মমতাজ বেগম স্বাক্ষরিত এক পত্রের মাধ্যমে তাকে সোনারগাঁও উপজেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যানের দায়িত্ব দেওয়া হয়।

গত ২২ জুলাই সোনারগাঁ উপজেলা পরিষদের চেয়ারম্যান, বর্ষীয়ান আওয়ামী লীগ নেতা, বীর মুক্তিযোদ্ধা মোশাররফ হোসেনের মৃত্যুতে চেয়ারম্যান পদটি শূন্য হয় ।

উপজেলা পরিষদের কার্যক্রম বাস্তবায়ন বিধিমালা ২০১০ এর ১৫ বিধি অনুযায়ী উপজেলা পরিষদের কার্যক্রম সুস্থভাবে পরিচালনার জন্য উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান প্যানেল-১ আওয়ামী লীগ নেতা বাবুল ওমর বাবুকে উপজেলা পরিষদের আর্থিক ক্ষমতা প্রদান করেন।