নিজস্ব প্রতিবেদক:
ধারাবাহিকভাবে সুবিধাবঞ্চিত মানুষদের পাশে দাঁড়িয়েছে শ্রী শ্রী নিতাই চৈতন্য প্রীচিং সেন্টার। ফুড ফর লাইফ প্রোগ্রামের মাধ্যমে তারা সুবিধাবঞ্চিত মানুষদের মাঝে সপ্তাহে দুই দিন উন্নতমানের খাবার পরিবেশন করছে।
বুধবার নিতাইগঞ্জে ও বৃহস্পতিবার চাষাড়া কেন্দ্রীয় শহীদ মিনারে তারা এসব খাবার সামগ্রী বিতরন করেন। শ্রী শ্রী নিতাই চৈতন্য প্রীচিং সেন্টারের স্বেচ্ছাসেবিরা জানান, আমাদের সমাজে আজ এই সকল অভাবী বাচ্চাদের নিয়ে ভাবার সময় কি আমাদের আছে। তবে কে দাঁড়াবে এ সকল অভাবি সুবিধা বঞ্চিত অবুজ নিষ্পাপ শিশুদের পাশে বন্ধু হয়ে। কে দেবে তাদের নৈতিক শিক্ষাগুলি যা আমরা বিদ্যালয়ে যেয়ে শিখি, যে শিক্ষাতে আমাদের নেশা করা ভাল নয়, ধুমপান করা সাস্থ্যের জন্য ক্ষতিকর, এই বয়সে ভিক্ষা পেশা বেছে নেয়া তাদের ভবিষৎকে তথা সমস্ত জাতির ভবিষৎকে অন্ধস্তুপে ফেলে দিতে পারে, তারা অভাবী তাই তারা সুবিধা বঞ্চিত, আমাদের মধ্যে অনেকেই ইচ্ছে করলেই এই সকল অবুঝ বাচ্চাদের পাশে দাড়াতে পারি। কিন্তু তার জন্য কি আমরা প্রস্তুত, জাতির কাছে প্রশ্ন।
শ্রী শ্রী নিতাই চৈতন্য প্রীচিং সেন্টারটি নগরখানপুর এলাকার গোয়লপাড়াতে অবস্থিত একটি হরে কৃষ্ণ নামহট্ট সংঘ (ইসকন)। শ্রী শ্রী নিতাই চৈতন্য প্রীচিং সেন্টারের সদস্যবৃন্দরা ফুড ফর লাইফ (এর অর্থ হয় এমন জীবনের জন্য খাবার) প্রোগ্রামটির মাধ্যমে শহরের সুবিধাবঞ্চিত শিশুদের জন্য উন্নত মানের খাবার বিতরন করে। যাতে থাকে ভুনা খিচুরি, বেগুনি, হালুয়া, ফলমুল, শরবত ইত্যাদি বিভিন্ন স্বাস্থ্যকর খাবার। শুধু তাই নয় এর সাথে আরও থাকে দই এবং মিষ্টি। এই সকল খাবার কখনো ঐ বাচ্চা গুলো এক সাথে খাবার সুযোগ পায় না।
পরম মমতায় ‘ফুড ফর লাইফ’ এর সকল টিম মেম্বার ব্যস্ত হয়ে পড়ে এই অবুজ শিশুদের সেবায়। তাদের পাশে থেকে দুঃখ মুছে হাসি ফেরাতে। ফুড ফর লাইফ এর টিম মেম্বার ছুটে বেরায় এখানে ওখানে।
তারা সমাজের বিভিন্ন শ্রেণী পেশার মানুষের প্রতি আহবান জানান, আপনারা আসুন সবাই দেখুন সরেজমিনে কিভাবে কত পরিশ্রম করে একই আনন্দ দিতে পারছে শ্রী শ্রী নিতাই চৈতন্য প্রীচিং সেন্টার সদস্যবৃন্দ বৃহস্পতিবার শহিদ মিনারে আর বুধবার নিতাইগঞ্জ নগর ভবনের কাছাকাছি অবস্থানে।
সকল প্রকার সাহায্য সহযোগিতা করার জন্য যোগাযোগ করবেন শ্রীশান কৃষ্ণ কান্ত দাস ব্রক্ষ্মচারী (মন্দির অধ্যক্ষ) শ্রী শ্রী নিতাই চৈতন্য প্রীচিং সেন্টার হরে কৃষ্ণ নামহট্ট (ইসকন) গোয়ালপারা, নগরখানপুর, নারায়ণগঞ্জ, মোবাইল: ০১৭৪৯০৬৭০৪২, ০১৭০৮৫১৯৮৩১।