নিজস্ব প্রতিবেদক:
নারায়ণগঞ্জ মহানগরের সিদ্ধিরগঞ্জে নারী নিয়ে ফুর্তি করার সময় বেরসিক জনতার হাতে ধরা খেয়ে উম্মেহানী (২১) নামে এক নারীসহ আল মামুন খান (৩৫) নামে এক নামধারী যুবলীগ নেতা শ্রীঘরে। শুক্রবার (২৫ জানুয়ারী) দুপুরে সিদ্ধিরগঞ্জ থানা পুলিশ অসামাজিক কাজে লিপ্ত থাকার অভিযোগে ২৯০ ধারায় তাদেরকে আদালতে প্রেরণ করেছে।
ধৃত আল মামুন খান ভোলা জেলা সদরের চর রমেশ গ্রামের আবুল কালামের ছেলে এবং নারায়ণগঞ্জ মহানগরের সিদ্ধিরগঞ্জের নাসিক ৪নং ওয়ার্ডের আটি হাউজিং এলাকার তাপসের বাড়ীর ভাড়াটিয়া ও উম্মেহানী রূপগঞ্জ উপজেলার কায়েতপাড়া ইউনিয়নের পূর্বগ্রাম এলাকার মৃত হাশেমের মেয়ে।
স্থানীয় সূত্রে জানা যায়, আল মামুন খান দীর্ঘদিন ধরে আটি হাউজিং এলাকায় বসবাস করে আসছিল। সে কেন্দ্রীয় যুবলীগের সদস্য দাবী করে সিদ্ধিরগঞ্জসহ জেলার বিভিন্ন থানা এলাকায় নানা অপকর্ম করে বেড়াচ্ছিল। বৃহস্পতিবার রাতে তার বাসায় একটি অপরিচিত একজন নারী নিয়ে অসামাজিক কাজে লিপ্ত রয়েছে এমন সংবাদে স্থানীয় লোকজন তাকে আটক করে থানা পুলিশের হাতে সোপর্দ করে।
সিদ্ধিরগঞ্জ থানার পরিদর্শক (অপারেশন) আজিজুল হক গ্রেফতারের সত্যতা নিশ্চিত করে জানায়, গত বৃহস্পতিবার দিবাগত রাত আড়াইটায় আটি হাউজিং এলাকার স্থানীয় লোকজন মামুনকে তার নিজ বাসায় একজন নারী সহ অসামাজিক কাজে লিপ্ত থাকার সময় হাতে নাতে আটক করে থানায় খবর দিলে উপ-পরিদর্শক (এসআই) দিলিপ কুমার বিশ্বাস তাদেরকে থানায় নিয়ে আসে।