আজ বুধবার, ১৩ই ফাল্গুন, ১৪৩১ বঙ্গাব্দ, ২৬শে ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

সিদ্ধিরগঞ্জে নববধূর লাশ উদ্ধার,

নিজস্ব প্রতিবেদক:

সিদ্ধিরগঞ্জে হাত-মুখ ও পা বাঁধা অবস্থায় নাঈমা আক্তার (২৩) নামে এক নববধূর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় তার স্বামীকে আটক করা হয়েছে। বৃহস্পতিবার সকাল সাড়ে ১১টায় সিদ্ধিরগঞ্জের নতুন বাজার এলাকার হান্নান মিয়ার বাড়ির ভাড়া বাসা থেকে ওই নববধূর লাশ উদ্ধার করা হয়।

পরে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ১০০ শয্যা বিশিষ্ট নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালে পাঠানো হয়।

পুলিশ জানায়, প্রায় এক মাস পূর্বে আটক শহিদুল ইসলামের (৩০) সাথে নাঈমার বিয়ে হয়। নিহত নাঈমা আক্তার বাগেরহাট জেলার দেলোয়ার মোল্লার মেয়ে। শহিদুল ইসলাম খুলনা তালিমপুর এলাকার নুরুল ইসলামের ছেলে।

স্থানীয়দের বরাত দিয়ে সিদ্ধিরগঞ্জ থানার উপ-পরিদর্শক (এসআই) রফিকুল ইসলাম জানান, সিদ্ধিরগঞ্জের নতুন বাজার এলাকায় ছোট ভাই আমিনুল ইসলামের বাসায় স্ত্রীকে নিয়ে শহিদুল ইসলাম বসবাস করছিল। বৃহস্পতিবার সকালে খাবারের জন্য আমিনুল ইসলামের স্ত্রী খাদিজা বেগম ডাক দিতে গেলে হাত, মুখ ও পা বাঁধা অবস্থায় ঘরের আড়ার সঙ্গে নাঈমা আক্তারের ঝুলন্ত লাশ দেখতে পায়। পরে পুলিশ এসে নাঈমা আক্তারের লাশ উদ্ধার করে। এ ঘটনায় তার স্বামী শহিদুল ইসলামকে আটক করা হয়।

তিনি আরো জানান, ধারণা করা যাচ্ছে পারিবারিক কলহের জের ধরে তার স্বামী তাকে শ্বাসরোধে হত্যা করে লাশ ঝুলিয়ে রেখেছে। তবে ময়নাতদন্তের পর মৃত্যুর সঠিক কারণ বলা যাবে। এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।