সিদ্ধিরগঞ্জ প্রতিনিধি:
সিদ্ধিরগঞ্জের গোদনাইল রসূলবাগ এলাকায় মুন্নী আক্তার (২০) নামে এক তরুনী আত্মহত্যা করেছে। পুলিশ শনিবার সন্ধ্যায় গোদনাইলের রসূলবাগ এলাকার হিমাংশু সাহার ভাড়াটিয়া বাড়িতে ঘরের আড়ার সাথে ঝুলন্ত অবস্থায় মুন্নী আক্তারের লাশ উদ্ধার করে মর্গে পাঠিয়েছে।
পরিবারের বরাত দিয়ে সিদ্ধিরগঞ্জ থানার এসআই রেজাউল করিম জানান, শুক্রবার রাতে নিহত তরুণীর সাথে মোবাইল ফোনে তার দুলাভাইয়ের কথা কাটাকাটি হয়। এরই প্রেক্ষিতে শনিবার বিকেলে ঘরের দরজা বন্ধ করে আড়ার সাথে ফাঁস দিয়ে ওই তরুণী আত্মহত্যা করে। পরে তার আত্মীয়-স্বজনরা পুলিশে খবর দিলে পুলিশ গিয়ে শনিবার সন্ধ্যায় ঝুলন্ত অবস্থায় ওই তরুণীর লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ ১ শ’ শয্যা জেনারেল হাসপাতালের মর্গে পাঠায়। নিহত তরুণী রংপুর জেলার কাউনিয়া থানার হলদি বাড়ি এলাকার মমিন মিয়ার মেয়ে।