আজ বুধবার, ২৯শে মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ, ১২ই ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

সিদ্ধিরগঞ্জে খালেদা জিয়ার মুক্তির দাবিতে আলোচনা সভা অনুষ্ঠিত

সিদ্ধিরগঞ্জে খালেদা জিয়ার মুক্তির

সিদ্ধিরগঞ্জে খালেদা জিয়ার মুক্তির

সিদ্ধিরগঞ্জ প্রতিনিধিঃ
বিএনপি’র চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মুক্তি ও সু-চিকিৎসার দাবিতে সিদ্ধিরগঞ্জ থানা যুবদলের অন্যতম নেতা শহিদুল ইসলামের উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার রাতে সিদ্ধিরগঞ্জের হিরাঝিল হাজী রজ্জব আলী সুপার মার্কেটস্থ জেলা বিএনপির অস্থায়ী কার্যালয়ে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভা শেষে বিএনপি’র চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি কামনা করে বিশেষ দোয়া করা হয়।

সিদ্ধিরগঞ্জ থানা যুবদলের সভাপতি মমতাজউদ্দিন মন্তু’র সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন নারায়ণগঞ্জ জেলা বিএনপির সাধারণ সম্পাদক অধ্যাপক মামুন মাহমুদ। সিদ্ধিরগঞ্জ থানা যুবদল নেতা শহিদুল ইসলামের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সহ সভাপতি মনিরুল ইসলাম রবি।

এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন গাজী মনির হোসেন,সিদ্ধিরগঞ্জ থানা যুবদলের যুগ্ম-সম্পাদক ইকবাল হোসেন, ৯নং ওর্য়াড যুবদলের সভাপতি রাকিবুল দেওয়ান, মোঃ মাসুদুর রহমান, মোঃ রাসেল সরকার, ডাক্তার মোহাম্মদ মুছা, মোঃ আক্তার হোসেন, মোঃ সোহেল রহমান, রুবেল প্রধান, মোঃ ইব্রাহিম, মোঃ আক্তার মিয়া, মোঃ শামীম, মোঃ জিতু মিয়া, মোঃ রজম আলী, মোঃ ইসমাইল হোসেন, আসলাম শেখ, দুলাল আহামেদ, নুরু মিয়া ও মোঃ মানিক সরকার।

এসময় বক্তারা তাদের বক্তব্য বলেন অভিলম্বে বিএনপির চেয়ারর্পাসন বেগম খালেদা জিয়া কে মুক্তি দিয়ে তার সু-চিকিৎাসার ব্যবস্থা করেন। তা হলে সিদ্ধিরগঞ্জ থানা যুবদল ঐক্যবদ্ধ ভাবে আন্দোলন  সংগ্রাম করে এই জুলুম বাজ সরকারের পতন ঘটাবে।