সিদ্ধিরগঞ্জ প্রতিনিধিঃ
তাহমিনা আক্তার নামে ( ১৪) এক কিশোরী মাদক ব্যবসায়ীকে ৪’শ পিছ ইয়াবা সহ আটক করেছে পুলিশ। মাদকের একটি চালান আদান-প্রদান হবে এমন গোপন সংবাদের ভিত্তিতে সোমবার দুপুর ২টায় নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ পুল এলাকায় এম.এস. টাওয়ারের সামনে থেকে তাকে আটক করা হয়।
আটককৃত কিশোরী তাহমিনা নারায়ণগঞ্জ জেলার ফতুল্লা থানাধীন লালপুর পৌসার পুকুর পাড় এলাকার আরিফ হোসেনের মেয়ে।
এ বিষয়ে সিদ্ধিরগঞ্জ থানার উপ-পরিদর্শক কামরুল ইসলাম জানান, গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে সংঙ্গীয় ফোর্স নিয়ে সিদ্ধিরগঞ্জ পুল এলাকায় অবস্থান করি। বেলা ২টায় কিশোরী তাহমিনাকে সন্দেহজনক ভাবে আটক করি। দীর্ঘক্ষণ জিজ্ঞাসাবাদের পর তার কাছে ইয়াবা রয়েছে বলে সে স্বীকার করে এবং নিজেই তার পরিহিত প্যান্টের পকেট থেকে ৪০০ পিছ ইয়াবা বের করে দেয়। পরে তাকে আটক করে থানায় নিয়ে আসি।
এ বিষয়ে সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মীর শাহিন শাহ পারভেজ জানান, ৪০০ পিছ ইয়াবাসহ এক কিশোরীকে আটক করা হয়েছে। আমরা ধৃত কিশোরীকে জিজ্ঞাসাবাদ করছি। তার সাথে সম্পৃক্ত যারা আছে তাদের গ্রেফতারে আমরা চেষ্টা করছি। তার বিরুদ্ধে কিশোর অপরাধ আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।