আজ বুধবার, ১৯শে অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ, ৪ঠা ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

সিদ্ধিরগঞ্জে ইয়াবাসহ রহিম গ্রেফতার

সিদ্ধিরগঞ্জ প্রতিনিধি :
সিদ্ধিরগঞ্জে র‌্যাবের অভিযানে মাদক ব্যবসায়ী রহিম (৩৭) কে ইয়াবাসহ গ্রেফতার করা হয়েছে। সোমবার (১৬ সেপ্টেম্বর) বিকালে সিদ্ধিরগঞ্জের আদমজীনগরে অবস্থিত র‌্যাব-১১’র সদর দপ্তর থেকে উপ-পরিচালক মেজর তালুকদার নাজমুছ সাকিব স্বাক্ষরিত একটি সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্যটি নিশ্চিত করা হয়েছে।
ধৃত মাদক ব্যবসায়ী রহিম বন্দর থানার রামনগর এলাকার মৃত শাহ আলীর ছেলে।

সংবাদ বিজ্ঞপ্তিতে র‌্যাব জানায়, গত রবিবার (১৫ সেপ্টেম্বর) দিবাগত রাতে র‌্যাব-১১ সিপিএসসি’র একটি বিশেষ আভিযানিক দল গোপন সূত্রে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে সিদ্ধিরগঞ্জের সাইলো রোড এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে তাকে গ্রেফতার করা হয়। এসময় তার দেহ তল্ল¬াশী করে ১০০ পিস ইয়াবা উদ্ধার করা হয়।
গ্রেফতারকৃতকে জিজ্ঞাসাবাদ ও প্রাথমিক অনুসন্ধানে জানা যায়, সে দীর্ঘদিন যাবৎ নিষিদ্ধ মাদকদ্রব্য ইয়াবা বিভিন্ন এলাকায় ক্রয়-বিক্রয় ও সরবরাহ করে আসছিল। সে এলাকার একজন চিহ্নিত মাদক ব্যবসায়ী বলে জানা যায়। মাদকের বিরুদ্ধে র‌্যাব-১১’র অভিযান অব্যাহত থাকবে। তার বিরুদ্ধে আইনানুগ কার্যক্রম প্রক্রিয়াধীন।

সর্বশেষ সংবাদ