আজ মঙ্গলবার, ১২ই ফাল্গুন, ১৪৩১ বঙ্গাব্দ, ২৫শে ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

সিদ্ধিরগঞ্জে অন্তঃসত্ত্বা গৃহবধূকে গলা কেটে হত্যা

নিজস্ব প্রতিবেদক: সিদ্ধিরগঞ্জে মুক্তা আক্তার (২২) নামে অন্তঃসত্ত্বা এক নারীর গলাকাটা লাশ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার (২৮ ডিসেম্বর) সকালে ৮ নং ওয়ার্ডের ধনকুন্ডা এলাকা থেকে এই মরদেহ উদ্ধার করে সিদ্ধিরগঞ্জে থানা পুলিশ। এ ঘটনায় নিহত মুক্তা আক্তারের স্বামীকে আসামী করে মামলা করেছেন নিহতের মা।

নিহত মুক্তা কুমিল্লার মুরাদনগর এলাকার কাউছার আহম্মেদ পলাশের স্ত্রী। ঘটনার পর থেকেই পলাতক রয়েছেন স্বামী। তারা স্থানীয় বাড়িওয়ালা আব্দুল হাকিমের ভাড়াটিয়া।

স্থানীয় সূত্রে জানা গেছে, শুক্রবার সকালের দিকে তাদের বন্ধ ঘরের জানালা দিয়ে প্রতিবেশীরা খাটের উপর রক্তাক্ত মুক্তা আক্তারকে পরে থাকতে দেখে। পরে তারা সংশ্লিষ্ট থানায় খবর দিলে পুলিশ এসে মরদেহ উদ্ধার করে। মুক্তা আক্তারের গলাকাটা ছিলো বলে প্রত্যক্ষদর্শীরা জানায়।

নিহতের মা জোসনা বেগম ও বাবা জয়নাল আবেদীন খবর পেয়ে ঘটনাস্থল সিদ্ধিরগঞ্জে ছুটে আসেন। জোসনা বেগম জানান, ‘৩ বছর আগে মেয়ের বিয়ে দেন কাউছারের সাথে। বিয়ের পর থেকেই মেয়েকে নানা ভাবে নির্যাতন করতো সে। বছর দেড়েক আগে একবার ছাড়াছাড়িও হয়েছিল। দুই মাস আগে আমার মেয়েকে আবার নিয়ে আসে। আমি মেয়ে হত্যার বিচার চাই।’

ঘটনাস্থল পরিদর্শন করেছেন সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শাহীন পারভেজ ও ৮নং ওর্য়াড কাউন্সিলর রুহুল আমিন মোল্লা।

এ বিষয়ে সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শাহিন শাহ পারভেজ বলেন, ‘মৃত মুক্তা আক্তার একজন গার্মেন্টস শ্রমিক। গতকাল যে কোনো সময় নিহতের ঘটনাটি ঘটেছে। তবে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে পারিবারিক কলহের জের ধরেই হত‌্যার ঘটনাটি ঘটে। এ ঘটনায় নিহতের মা বাদি হয়ে নিহতের স্বামীর বিরুদ্ধে একটি মামলা করেছেন।’