সংবাদচর্চা রিপোর্ট:
মহাজোটের বিদ্রোহী প্রার্থী আব্দুল্লাহ আল কায়সার হাসনাত নারায়ণগঞ্জ-৩ (সোনারগাঁ) আসনের সিংহ প্রতীক নিয়ে লড়বেন।
সোমবার (১০ ডিসেম্বর) সকাল ১১টা জেলা রিটার্নিং অফিসারের কার্যালয়ে জেলা রিটার্নিং অফিসার রাব্বী মিয়া সকল প্রার্থীদের জন্য বরাদ্ধকৃত প্রতীক ঘোষণা করেন। এ সময় নারায়ণগঞ্জ-৩ (সোনারগাঁ) আসনের স্বতন্ত্র প্রার্থী আব্দুল্লাহ আল কায়সার হাসনাতকে আসন্ন একাদশ জাতীয় নির্বাচনে অংশগ্রহণের জন্য সিংহ প্রতীক বরাদ্ধ দেয়া হয়েছে।