করোনা প্রতিরোধে সামাজিক দূরত্ব বজায় রাখতে সবাইকে সতর্ক করার জন্য মাঠে রয়েছে নারায়ণগঞ্জ জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট । বৃস্পতিবার (২৬ মার্চ) নারায়ণগঞ্জ শহরে নির্বাহী ম্যাজিস্ট্রেট নূরে আলম, কামরুল হাসান মারুফ ও সাইদুজ্জামান হিমু সবাইকে সতর্ক করার জন্য প্রচারণা চালিয়েছে । এসময় সেনা সদস্যরা সহযোগিতা করেছে। তারা বলেন “আপনারা ঘরে থাকুন, আপনার এই ঘরে অবস্থান এবং সামাজিক দূরত্ব মেনে চলাই বাঁচিয়ে দিতে পারে দেশকে, জাতিকে। সিন্ধান্ত আপনার। জীবন বাঁচাবেন নাকি নিজ জীবনের সাথে অন্যের জীবন হুমকিতে ফেলবেন।”