আজ বুধবার, ২৯শে মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ, ১২ই ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

সাংবাদিক রিয়াজের উপর হামলার ঘটনায় মামলা

নিজস্ব প্রতিবেদক:

রূপগঞ্জে সাংবাদিক রিয়াজ হোসেনের উপর সন্ত্রাসী হামলার ঘটনায় মামলা হয়েছে। ২৪ জুন রূপগঞ্জ থানায় মামলা করেছেন সাংবাদিক রিয়াজ হোসেনের ছোট ভাই মো: তাইজুল ইসলাম। মামলায় অজ্ঞাত আসামি করা হয়েছে।

এ বিষয়ে রূপগঞ্জ থানার ওসি এএফএম সায়েদ বলেন, সাংবাদিক রিয়াজ হোসেনকে হত্যাচেষ্টার ঘটনায় রূপগঞ্জ থানায় মামলা রেকর্ড করা হয়েছে। ঘটনার পর থেকেই পুলিশ হামলাকারীদের গ্রেফতারে তৎপর রয়েছে। ইতিমধ্যে তথ্যপ্রযুক্তির সহযোগিতাও নেওয়া হয়েছে। আশা করছি খুব শিগগিরই হত্যচেষ্টাকারী সন্ত্রাসীদের গ্রেফতার করতে সক্ষম হবো।

প্রসঙ্গত গত ২১ জুন সোমবার রাত সোয়া ১২ টায় ঢাকা থেকে বাড়ি ফেরার পথে কাঞ্চন পৌরসভার খাঁপাড়া এলাকায় তিনি সন্ত্রাসীদের কবলে পড়েন। রিয়াজ দৈনিক আলোকিত বাংলাদেশ পত্রিকার স্টাফ রিপোর্টার।