আজ বৃহস্পতিবার, ২৭শে অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ, ১২ই ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

সরকারি কলকারখান বিক্রির পরিকল্পনা নেই : সংসদে মন্ত্রী গাজী

নবকুমার:

নারায়ণগঞ্জ ১ আসনের সংসদ সদস্য বস্ত্র ও পাট মন্ত্রী গোলাম দস্তগীর গাজী বীর প্রতীক জাতীয় সংসদের চলতি অধিবেশনে সংসদ সদস্যদের বিভিন্ন গুরুত্বপূর্ণ প্রশ্নের উত্তর দিয়েছেন। সোমবার  (৯ সেপ্টেম্বর) বিকালে সংসদ অধিবেশন শুরু হলে জামালপুর ২ আসনের সংসদ সদস্য ফজলুল হক খানের প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, সরকারি কলকারখান বিক্রির পরিকল্পনা সরকারের নেই। তবে দেশে বন্ধ থাকা সরকারি পাটকল কারখানাগুলো পিপিপির (পাবলিক প্রাইভেট পার্টনারশিপ) মাধ্যমে চালু হচ্ছে। এটা লাভজনক প্রতিষ্ঠানে রূপ দিতে সরকারের প্রচেষ্টা অব্যাহত আছে।

ফজলুল হক খানের অপর প্রশ্নের জবাবে মন্ত্রী সংসদকে জানান, গত বছর জার্মানীতে আড়াই মেট্রিক টন পাটপাতার চা রপ্তানি করা হয়েছে। চলতি বছর তারা ৫ টনের অর্ডার দিয়েছে । তা জমে আছে।

মাদারীপুর ২ আসনের সংসদ সদস্য শাহজাহান খানের সম্পূরক প্রশ্নের উত্তরে মন্ত্রী বলেন, আমরা সময় চেষ্টা চালিয়ে যাচ্ছি যাতে করে যারা আমাদের কাছে পাট বিক্রি করে তাদেরকে উপযুক্ত মূল্য দিয়ে ঋণ শোধ করার ।   তবে আমাদের সরকারি পাটকল গুলোতে কিছু সীমাবদ্ধতা আছে। কারণ আমরা মাঝে মাঝে যে অর্ডার পাই। সে অর্ডার ক্যান্সেল হয়ে যায় । সুদানে আমরা অর্ডার পেয়েছিলাম সেখানে যুদ্ধ লেগে যাওয়াতে আমরা সে মালগুলো আর বিক্রি করতে পারি নাই। সে মাল গুলো আমাদের গোডাউনে জমা আছে। এই কারণে আমাদের কিছু কিছু সময় টাকা সট পরে যায়। তবে আমরা শ্রমিকের মজুরী যথা সময় দিয়ে থাকি । টাকা না থাকলে সরকার ভর্তুকি দেয়  । টাকা না দিলে তারা না খেয়ে থাকে । তবে অচিরেই তাদের যে টাকা গুলি পাওনা আছে তা ব্যবস্থা হয়ে যাবে।

মহিলা আসনের (৪৮)  এমপি লুৎফুন্নেছা খানের প্রশ্নের  জবাবে মন্ত্রী বলেন,  আমাদের একটি পাট মোড়ক আইন আছে সে আইনটা আমরা সব সময় চালু রেখেছি। প্রত্যেকটি জেলায় আমাদের ডিসির মাধ্যমে আমরা অভিযান করি। পলিথিনের শপিং ব্যাগ এগুলো পরিবেশ মন্ত্রণালয়ের দায়িত্ব। তাদের বলায় হয়েছে। পরিবেশ মন্ত্রণালয় তাদের দায়িত্বটা পালন করলে পলিথিনের কারণে পরিবেশ দূষণ বন্ধ হয়ে যাবে।

এছাড়া গোলাম দস্তগীর গাজী সংসদকে আরো জানান, সরকার পাটের উন্নতমানের বীজ ,চাষীদের প্রশিক্ষনের ব্যবস্থা করছে এবং আন্তর্জাতিক মান সম্পন্ন পাটজাত পন্য উৎপাদন করছে।