সংবাদচর্চা রিপোর্ট :
বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য মোস্তাফিজুর রহমান দীপু ভুঁইয়া বলেছেন, গত ৫ আগস্টের আগে বিএনপির আমরা যারা মাঠে ছিলাম তারা সবাইকে চিনি। ত্যাগীরাই পদ পাবে। সবাই দল করতে পারবে। যারা আমাদের দলে নতুন আছে তারা জিয়ার আদর্শ ধারণ করতে হবে।
শুক্রবার ৬ ডিসেম্বর রূপগঞ্জের গন্ধবপুর স্কুলে শান্তি সমাবেশ ও উঠান বৈঠকে তিনি এসব কথা বলেন।
দীপু ভুঁইয়া আরও বলেন, আমরা অনেক নির্যাতনের শিকার হয়েছি। জায়গা কবরে যাবে না। উনি আজকে জেলখানায়। আমাদের দল ক্ষমতায় গেলে সব বাঁধ খুলে দেওয়া হবে।
অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন নারায়ণগঞ্জ জেলা বিএনপির সাধারণ সম্পাদক গোলাম ফারুক খোকন, রূপগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি হুমায়ূন, তারাব পৌর বিএনপির সভাপতি তাশিক হক ওসমান, তারাব পৌর বিএনপির সাধারণ সম্পাদক হাফিজুর রহমান পিন্টু, তারাব পৌর যুবদলের আহবায়ক আফজাল কবীর।