আজ সোমবার, ২৭শে মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ, ১০ই ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

এই সরকার জোড় জবরদস্তি করে ক্ষমতায় টিকে আছে- সাখাওয়াত

সরকার জোড় জবরদস্তি

সরকার জোড় জবরদস্তি

 

নিজস্ব প্রতিবেদক:
নারায়ণগঞ্জ মহানগর বিএনপির সহ সভাপতি এড. সাখাওয়াত হোসেন খান বলেন, দেশ নেত্রী বেগম খালেদা জিয়ার মুক্তির দাবি করছি। পাশাপাশি বলে দিতে চাই। আজকে সারা বাংলাদেশের মানুষের ভোটের অধিকার নাই। ভোটের অধিকার প্রতিষ্ঠার জন্য, গণতন্ত্র রক্ষার জন্য আমরা যে আন্দোলন সংগ্রাম করবো সেই আন্দোলন সংগ্রামে সবাই রাজপথে থাকবো। এ দেশের মানুষকে জিম্মি করে, এ দেশের মানুষের ভোটের অধিকার হরণ করে। এই সরকার জোড় জবরদস্তি করে ক্ষমতায় টিকে আছে। এই দেশের মানুষ চায় একটি সুষ্ঠ, নিরপেক্ষ নির্বাচন। তাই এ দেশে একটি সুষ্ঠু নির্বাচন দিতে হবে। আমরা এমন নির্বাচনে যেতে চাই না, যে নির্বাচনে কে জয়ী হবে তা শেখ হাসিনা নির্ধারণ করে দিবে।
কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসেবে বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সু-চিকিৎসা ও মুক্তি দাবিতে প্রতিকী অনশন কর্মসূচী পালন করেছে নারায়ণগঞ্জ মহানগর বিএনপির একাংশের সমাবেশে তিনি এসব কথা বলেন।
সোমবার (৯ জুলাই) প্রেসক্লাবের পাশের সড়কের সামনে এ কর্মসূচি পালিত হয়।
অনশন কর্মসূচীতে উপস্থিত ছিলেন, নারায়ণগঞ্জ মহানগর বিএনপির সিনিয়র সহ-সভাপতি এড. শাখাওয়াত হোসেন খান, জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সদস্য সরদার হুমায়ূন কবিরসহ মহানগর বিএনপির একাংশের নেতারা উপস্থিত ছিলেন।
নারায়ণগঞ্জ মহানগর বিএনপির সিনিয়র সহ-সভাপতি এড. এড সাখাওয়াত আরও বলেন, আমরা সেই নির্বাচনে যেতে চাই যে নির্বাচনে জনগন নির্ধারণ করবে কে জনপ্রতিনিধি হবে। পাশের দেশের কোনো গোয়েন্দা যাকে নির্ধারণ করবে সে নির্বাচিত হবে সেই ধরনের নির্বাচনে আমরা যেতে চাই না। এই দেশে শেখ হাসিনার অধীনে কোনো সুষ্ঠু নির্বাচন সম্ভব নয়। একজন নিরপেক্ষ তত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন দিতে হবে। আমরা এদেশে গণতন্ত্র প্রতিষ্ঠা করবো। এ দেশের মানুষের অধিকার প্রতিষ্ঠা করবো।
তিনি আরো বলেন, আমরা এই অনশন কর্মসূচী থেকে আমাদের চেয়ারপারসন বেগম খালেদা জিয়া, নারায়ণগঞ্জ মহানগর যুবদলের সভাপতি খোরশেদ আলম এবং মহানগর স্বেচ্ছাসেবক দলের আহবায়ক আশাসহ নারায়ণগঞ্জ বিএনপির যত নেতাকর্মী আছে যাদের গ্রেপ্তার করা হয়েছে অবিলম্বে তাদের মুক্তি দিতে হবে। এবং যে সকল নেতা কর্মীর বিরুদ্ধে মিথ্যা মামলা দায়ের করা হয়েছে সকল মিথ্যা মামলা প্রত্যাহারের দাবি জানাই।
এ সময় তিনি আরো বলেন, পুলিশ বাহিনীর প্রতি আমার অনুরোধ থাকবে। আপনারা জনগনের সেবক। জনগনের টাকায় আপনাদের বেতন হয়। আপনারা সরকারের অবৈধ কোনো আদেশ মানবেন না। জনগনকে নিপীড়ন করবেন না।