সাইফুল সুমন, সংবাদচর্চা।
পুরো দেশের পাশাপাশি নারায়ণগঞ্জ জেলায় সন্ধ্যা ৬ টার পর রাস্তায় জনসাধারনের চলাচল ও শুধু মাত্র ওষুধের দোকান ছাড়া সকল প্রকার দোকান বন্ধ রাখার নির্দেশ দেয়া হয়েছে। আর তাই সন্ধ্যার পর পুরো শহর নিরব হয়ে যায়। রাস্তা গুলোতে জনসাধারনকে দেখা যায় না। তবে শহরের বিভিন্ন স্থানে দল বেঁধে থাকা কিছু মাদকসেবীদের দেখা যায়। তারা করোনার এই মহামারীতেও উৎপেতে থাকে চলন্ত গাড়ি অথবা বিপদগ্রস্থ মানুষদের কাছ থেকে সর্বশ কেড়ে নেয়ার জন্য।
সরেজমিনে দেখা যায়, শহরের বঙ্গবন্ধু সড়ক, ঢাকা নারায়ণগঞ্জ লিংক রোডসহ শহর ও তার আশপাশের বিভিন্ন স্থানে এসব মাদকসেবীদের দেখা মিলে।
জানা যায়, এসব ছিনতাইকারীর গ্যাং রাতের বেলায় শহরের বিভিন্ন স্থানে ছিনতাই করে বেড়ায়। করোনার এই পরিস্থিতিতে এসব ছিনতাইয়ের গ্যাং আরও বেপরোয়া হয়ে উঠেছে। তারা বিভিন্ন স্থানে বসে অপেক্ষা করে কখন মালের টাক আসবে।
সচেতন নাগরিকরা বলছেন, শহর নিরব। এখন সন্ধ্যার পরে রাস্তায় কোনো মানুষের চলাচল নেই। আর এমন সুযোগে যে সকল ছিনতাইয়ে গ্যাং এখনো রাস্তায় ঘুরাফেরা করে তাদের আইনের আওতায় আনা প্রয়োজন।
এসএস/এসএমআর