আজ বৃহস্পতিবার, ১৪ই ফাল্গুন, ১৪৩১ বঙ্গাব্দ, ২৭শে ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

সন্ত্রাসীদের বিরুদ্ধে এসপির কঠোর হুশিয়ারী,অভিযানে কোন তদবির চলবে না

সংবাদচর্চা রিপোর্ট:

নারায়ণগঞ্জ জেলা পুলিশ সুপার মোহাম্মদ হারুন অর রশীদ সন্ত্রাসীদের বিরুদ্ধে কঠোর হুশিয়ারী  দিয়েছেন। আজ নারায়ণগঞ্জের সকল থানার পুলিশ কর্মকর্তাদের সাথে মত বিনিময় সভা এসপি হারুন অর রশিদ বলেন,  নারায়ণগঞ্জে ভূমিদস্যু সন্ত্রাস চাঁদাবাজ  ঝুট সন্ত্রাসী  মাদক কারবারী দের বিরুদ্ধে অভিযান চলছে। সন্ত্রাসীরা যে দলেরই হোন না কেন কোন ছাড় দেয় হবে না। অভিযান চলাকালে কোন তদবির শোনা হবে না। যে কোন মূল্যে নারায়ণগঞ্জ কে সন্ত্রাস মুক্ত করা হবে।

তিনি বলেন,  জেলা পুলিশ কর্তৃক ভূমিদস্যুদের নামের তালিকা করা হয়েছে। প্রত্যেক ভূমিদস্যুর বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা গ্রহন করা হবে। মাদক বিরোধী অভিযান অব্যাহত আছে। মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি নিয়ে জেলা পুলিশ কাজ করছে। কোন পুলিশ সদস্য মাদকের সহিত বা অন্য কোন অপরাধের সহিত সম্পৃক্ত থাকলে তাহার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

পুলিশ সুপার আরো বলেন, নারায়ণগঞ্জ বাসিকে যানজট মুক্ত, হকার মুক্ত ফুটপাত উপহার দেওয়ার জন্য নারায়ণগঞ্জ জেলা পুলিশ নিরবচ্ছিন্ন ভাবে কাজ করে যাবে।

তিনি বলেন, গার্মেন্টস শিল্পে যারা নৈরাজ্য সৃষ্টি করতে চায় তাদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা গ্রহন করা হবে।

এছাড়া নারায়ণগঞ্জে কে সন্ত্রাস মুক্ত করতে মন্ত্রী এমপি সাংবাদিকদের সহযোগিতা চেয়েছেন এসপি হারুন।