আজ বুধবার, ১২ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ, ২৭শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

সত্য লিখতে না পারলে সাংবাদিকতা করা উচিৎ না- শামীম ওসমান

নিজস্ব সংবাদদাতা
নারায়ণগঞ্জ- ৪ আসনের সংসদ সদস্য একেএম শামীম ওসমান বলেছেন, সাংবাদিক যদি সাহস করে সত্য কথা লিখতে না পারে তাহলে তার সাংবাদিকতা করা উচিৎ না। আর রাজনীতিবিদ যদি সাহস করে সত্য কথা বলতে না পারে তাহলে তার রাজনীতি করা উচিৎ না।

শনিবার (২৫ জানুয়ারি) বিকেলে নারায়ণগঞ্জ কেন্দ্রীয় শহীদ মিনারে আলোরতরী ফাউন্ডেশনের ৭ম ও সাপ্তাহিক আলোর তরীর ৬ষ্ঠ প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

শামীম ওসমান বলেন, একজন মানুষ হিসেবে সকলেরই স্পষ্টভাষী হওয়া প্রয়োজন। বাংলাদেশে মিডিয়ার পাশাপাশি সাংবাদিক অনেক বৃদ্ধি পেয়েছে। আমি জাতীয় সংসদেও বলেছি সাংবাদিকতায় যারা আছে ভালো মানুষ। অনেকেই আছেন যারা সাংবাদিকতা করছেন আবার অনেকেই রাজনীতির সাথে জড়িত। এদের মধ্যে অনেকের বাসায় আবার একদিন খাবার থাকলে আরেকদিন থাকে না। কারণ এরা নিজেরা নীতির সাথে কখনোই বেঈমানী করে নাই। আবার অনেকেই এর বিপরীত। তারা তাদের নীতি আদর্শ সব বিক্রি করে দিয়ে সুখে শান্তিতে আছে। সব কিছুর মধ্যেই ভালো খারাপ আছে। তবে ভালোর মধ্যে সবসময় থাকতে হবে। কারণ মৃত্যু কার কখন হবে তা কেউ জানে না। এখন আছি, একটু পর নাও থাকতে পারি।

কেন্দ্রীয় শ্রমিক লীগের সাবেক সভাপতি শুক্কুর মাহমুদের সভাপতিত্বে এসময় উপস্থিত ছিলেন, নারায়ণগঞ্জ মহানগর আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক শাহ্ নিজাম, জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি সাফায়েত আলম সানি, সাধারণ সম্পাদক মিজানুর রহমান প্রমূখ।

এমআই/এসএমআর