সোনারগাঁ প্রতিনিধি:
সোনারগাঁ উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আলহাজ্ব মাহফুজুর রহমান কালাম বলেছেন, আল্লাহ রোজার প্রতিদান নিজ হাতে দিবেন তাই সঠিকভাবে আমাদের রোজা রাখতে হবে। তিনি আরও বলেন, আল্লাহর রহমতের আশা আমরা সর্বদা করবো কারণ তিনি সমগ্র জাহানের সৃষ্টিকর্তা ও পালনকর্তা। আমরা সঠিকভাবে কোরআন ও হাদীসের আলোকে জীবনধারণ করলে আমরা সওয়াবের অধিকারী হবো এবং আল্লাহর নৈকট্য হাসিল করতে পারব। প্রচন্ড বৃষ্টি উপেক্ষা করেও যারা ইফতার মাহফিলে যোগ দিয়েছেন তাদের ধন্যবাদ জ্ঞাপন করছি এবং আপনাদের জন্য শেখ রুহুল আমিন ইফতারের আয়োজন করেছে তার জন্য সকলে দোয়া রাখবেন। সে সমাজসেবামূলক কাজ সর্বদা করে যাচ্ছে আপনারা তার পাশে থাকবেন এবং তাকে উৎসাহ দিবেন।
রবিবার সোনারগাঁও উপজেলাধীন সাদিপুর ইউনিয়নের ৮নং ওয়ার্ডের আওতাধীন নানাখী কওমীয়া মাদ্রাসা ও এতিমখানায় মদনপুর মা হসপিটালের ব্যবস্থাপনা পরিচালক ও সাদিপুর ইউনিয়ন আওয়ামী লীগ নেতা শেখ রুহুল আমিনের উদ্যোগে আয়োজিত ইফতার ও দোয়া মাহফিলে প্রধান অতিথি’র বক্তব্যে মাহফুজুর রহমান কালাম এসব কথা বলেন। মদনপুর শপিং সেন্টারের সাধারণ সম্পাদক আলহাজ্ব শেখ আলমগীর আপেলের সঞ্চালনায় উক্ত ইফতার মাহফিলে নারায়ণগঞ্জ জেলা তাঁতী লীগের সিনিয়র সহ-সভাপতি দেওয়ান কামাল হোসেন, সোনারগাঁও উপজেলা ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক কাজী মাসুদ, সোনারগাঁও উপজেলা জাতীয় শ্রমিক লীগের সাংগঠনিক সম্পাদক আবু হারেস মাস্টার, সাদিপুর ইউনিয়ন আওয়ামী লীগের কোষাধ্যক্ষ লুৎফর রহমান শাহীন, সমাজসেবক আব্দুল হক, মদনপুর শপিং সেন্টারের সভাপতি ওবায়দুল হক, বন্ধুমহলের সদস্য আমির হোসেন-১, আমির হোসেন-২, আবুল হোসেন, মিন্টু, রিপন ও সোহেল, ছাত্রলীগ নেতা কাজী মাহফুজ, আরিফ, মোঃ কাইয়ুম, উক্ত মাদ্রাসার মুহতামিম সহ সকল শিক্ষকবৃন্দ, শিক্ষার্থী সহ স্থানীয় এলাকার কয়েকশত গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত থেকে ইফতার ও দোয়া মাহফিলে অংশগ্রহণ করেন। সংক্ষিপ্ত আলোচনা শেষে পরিচালিত দোয়ায় সমগ্র মুসলিম উম্মাহর কল্যাণ কামনা করা হয়।