নিজস্ব প্রতিবেদক:
ঢাকা রেঞ্জের শ্রেষ্ঠ সার্কেল এসপি নির্বাচিত হয়েছেন নারায়ণগঞ্জ জেলার অতিরিক্ত পুলিশ সুপার ‘ক’-সার্কেল মোঃ শরফুদ্দিন।
গত মে মাসে বেশ কিছু চাঞ্চল্যকর মামলার রহস্য উদঘাটন, অস্ত্র উদ্ধার এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখার অবদানের স্বীকৃতি স্বরূপ তাকে শ্রেষ্ঠ সার্কেল এসপি নির্বাচিত করা হয়। তার অধিনে রয়েছে নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ, সদর ও ফতুল্লা এই তিনটি থানা।
রোববার (১ জুলাই) সকালে ঢাকা ডিআইজি রেঞ্জ অফিসে ডিআইজি আবদুল্লাহ চৌধুরী, আব্দুল্লাহ আল মামুন, আবু কালাম সিদ্দিক ও অতিরিক্তি ডিআইজি আসাদুজ্জামানের উপস্থিতিতে মো. শরফুদ্দিনের হাতে সেরা সার্কেল এসপির স্মারকপত্র ও ক্রেস্ট তুলে দেওয়া হয়।