আজ বৃহস্পতিবার, ১৩ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ, ২৮শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

শ্রীলঙ্কায় কড়া নিরাপত্তায় বাংলাদেশ ক্রিকেট দল

বাংলাদেশ ক্রিকেট দলকে সর্বোচ্চ নিরাপত্তা দিয়ে  বরণ করলো শ্রীলঙ্কা। দেশটিতে পৌঁছানোর পর টিম হোটেলে ফুলেল শুভেচ্ছা জানানো হয় তামিম-মুশফিকদের।

বিমান বন্দর থেকেই শ্রীলঙ্কা সেনাবাহিনীর বিশেষ নিরাপত্তায় হোটেলে পৌছায় টিম টাইগার্স। পুরো সফরেই টাইগারদের এমন নিরাপত্তা দেয়ার কথা রয়েছে। গত এপ্রিলে, শ্রীলঙ্কায় সন্ত্রাসী হামলার কারণে অনিশ্চিত হয়ে পড়ে টাইগারদের লঙ্কা সফর। এরপর, দেশটির নিরাপত্তা ব্যবস্থা পর্যবেক্ষণ করে দল পাঠাতে সম্মত হয় বিসিবি। ৮ই জুলাই তিন ম্যাচের ওয়ানডে সিরিজের জন্য সফর সূচি চুড়ান্ত করে লঙ্কান বোর্ড। ২৬শে জুলাই মাঠে গড়াতে যাওয়া এই সিরিজের জন্য শনিবার দুপুরে শ্রীলঙ্কার উদ্দেশ্যে দেশ ছাড়ে বাংলাদেশ দল।

তবে এই যাত্রায় পুরো দল একসঙ্গে যেতে পারেনি। চট্টগ্রামে আফগানিস্তান ‘এ’ দলের বিপক্ষে সিরিজ ও ভারতে মিনি রঞ্জিতে খেলার কারণে ১৪ সদস্যের মধ্যে সাতজন পৌঁছেছেন কলম্বোয়। আফগানিস্তানের ‘এ’ দলের বিপক্ষে সিরিজের দ্বিতীয় ওয়ানডে খেলে যাবেন এনামুল হক বিজয়, মোহাম্মদ মিঠুন, সাব্বির রহমান ও ফরহাদ রেজা। আজ রবিবার একা যাবেন রুবেল হোসেন। আর, ভারত থেকে মিনি রঞ্জি খেলে শ্রীলংকায় দলের সঙ্গে যোগ দেবেন তাসকিন আহমেদ ও তাইজুল ইসলাম।

প্রসঙ্গত, ইস্টার সানডেতে ভয়ংকর সন্ত্রাসী হামলায় কেঁপে উঠেছিল শ্রীলঙ্কা। বিভিন্ন হোটেল ও চার্চে ভয়ংকর সে হামলায় জীবন হারিয়েছিলেন ২৫০-এর বেশি মানুষ। এরপর থেকেই জরুরি অবস্থা জারি করা হয় শ্রীলঙ্কায়। এমন অবস্থায় হুমকির মুখে পড়েছিল দেশটিতে আন্তর্জাতিক ক্রিকেট আয়োজন।