নিজস্ব প্রতিবেদক:
নারায়ণগঞ্জে এমন আওয়ামীলীগ নেতা আছেন যারা লাইসেন্স দিচ্ছে অথচ তাদের নিজেদের লাইসেন্স নাই মন্তব্য করে নারায়ণগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য শামীম ওসমান বলেছেন, যারা মহাজোট ভাঙতে চায় তারা বিএনপি, জামায়াতের মিশন নিয়ে এসেছে। বাশের কেল্লায় লেখা হয় শেখ হাসিনা খুনী। জেলা হোক, মহানগর হোক আমার প্রেসক্রিপশনে হয়েছেন।
ফতুল্লা থানা আওয়ামীলীগের সভাপতি এম সাইফউল্লাহ বাদলের সভাপতিত্বে ফতুল্লা ও সিদ্ধিরগঞ্জ থানা আওয়ামীলীগ, অংগ সংগঠনের দোয়া ও ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন শামীম ওসমান।
শনিবার (৯ জুন) নাসিম ওসমান মেমোরিয়াল পার্কে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত।
ফতুল্লা থানা আওয়ামীলীগের সাধারন সম্পাদক হাজ্বী শওকত আলীর পরিচালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জেলা আওয়ামীলীগের সভাপতি আব্দুল হাই।
শামীম ওসমান আরও বলেন, আগামী নির্বাচন নিয়ে ইফতার মাহফিল দেই নাই। ৬ শ’ কোটি টাকা এনেছি জলাবদ্ধতা নিরসনে। এতো বৃষ্টির কারনে দূর্ভোগ বেড়েছে তা দ্রুত সমাধান হয়ে যাবে। আমরা আসছি মানুষের সেবা করতে।
শামীম ওসমান বলেন, বোমা হামলায় আমরাই আগে শিকার হয়েছি। সেনাবাহিনী, র্যাব পুলিশ আমাকে গ্রেফতার করতে এসেছিল আপনারাই আমাকে কর্ডন করে রেখেছেন। বাংলাদেশের কোন নেতাকে আটক করতে যায়নি। আমাকে ধরতে এসেছিল। বারী বলেছিল শামীম সাহেব দেশে ফিরে আসুন। আপাকে কথা দিতে হবে। যারা গেম খেলছেন, খেলেন সফল হবেন না। বিএনপিকে প্রতিষ্ঠা করতে কাউকে সফল হতে দিবনা। নাস্তিক-আস্তিকরা এক হয়েছে শেখ হাসিনাকে হঠাতে। শেখ হাসিনা আবার ক্ষমতায় আসতে না পারলে দেশ আফগানিস্তান হবে। অক্টোবরে ক্ষমতা ছাড়বো। তারপর দেখবো, কোন বাতাস আসলে আপনারা প্রতিরোধ করবেন। কেউ যদি নির্বাচনে আসতে চায় স্বাগত জানাবেন। দলের মহাসচিব যে ঘোষনা দিবেন তাই মেনে নিব কেউ আসুক আর না আসুক। আশা করি আব্দুল হাই ভাই আসবেন।
অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন সিদ্ধিরগঞ্জ থানা আওয়ামীলীগের সভাপতি মজিবর রহমান, বন্দর থানা আওয়ামীলীগ সভাপতি আব্দুর রশিদ, মহানগর স্বেচ্ছাসেবক লীগের জুয়েল হোসেন প্রমুখ।
উপস্থিত ছিলেন, জেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারন সম্পাদক ডাঃ আবু জাফর বিরু, বিএনপির কাউন্সিলর সুলতান আহম্মেদ ও হান্নান সরকার, ঘাতক দালাল নির্মূল কমিটির জেলা সভাপতি বাবু চন্দন শীল, কমান্ডার গোপীনাথ দাস, সোনারগা থানা আওয়ামীলীগ সভাপতি এড সামসুল হক, সিদ্ধিরগঞ্জ থানা যুবলীগের সভাপতি ও নাসিক কাউন্সিলর মতিউর রহমান মতি, ফতুল্লা মডেল থানার ওসি মঞ্জুর কাদের, ফতুল্লা থানা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি ফরিদ আহম্মেদ লিটনসহ বিভিন্ন স্তরের নেতাকর্মী বৃন্দ।
অনুষ্ঠানে সার্বিক তত্ত্বাবধানে ছিলেন নারায়ণগঞ্জ মহানগর আওয়ামীলীগের যুগ্ম সাধারন সম্পাদক শাহ নিজাম।