আজ শুক্রবার, ২১শে অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ, ৬ই ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

শুক্কুর মাহমুদ স্মরণে প্রস্তুতিমূলক সভা

নিজস্ব সংবাদদাতা
প্রয়াত শ্রমিক নেতা শুক্কুর মাহামুদের স্মরণে দোয়া মাহফিলের প্রস্তুতিমূলক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার সন্ধ্যায় নগরীর ২নং রেল গেটস্থ আওয়ামী লীগ কার্যালয়ে জাতীয় শ্রমিক লীগ নারায়নগঞ্জ জেলা ও মহানগর নেতৃবৃন্দের আয়োজনে সভাটি অনুষ্ঠিত হয়।

আলোচনা শেষে নেতাকর্মীরা সিদ্ধান্ত নেন, আগামী ১৬ ফেব্রুয়ারি সকাল ৯ টায় প্রয়াত শুক্কুর মাহামুদের সমাধি স্থানে ফুল দিয়ে শ্রদ্ধাঞ্জলি জানানো হবে। পরে নগরীর করিম মার্কেটের সামনে করা হবে কাঙালি ভোজের আয়োজন।

জাতীয় শ্রমিক লীগ নারায়ণগঞ্জ জেলার ভারপ্রাপ্ত সভাপতি কামাল হোসেনের সভাপতিত্বে এসময় সময় উপস্থিত ছিলেন জেলা শ্রমিক লীগের প্রধান উপদেষ্টা কাজিম উদ্দিন প্রধান, সাধারন সম্পাদক মাইনুদ্দিন আহম্মেদ বাবুল, সহ-সভাপতি মোস্তফা মাস্টার, মহানগরের সাধারন সম্পাদক কামরুল হাসান মুন্না, সিনিয়র সহ সভাপতি আলী হোসেন, মুকলেছুর রহমান, যুগ্ম সাধারণ সম্পাদক সিরাজুল হক, মজিবুর রহমান, সাংস্কৃতিক সম্পাদক ইকবাল হোসেন, আইন বিষয়ক সম্পাদক সাহাবুদ্দিন পাঠান, মহানগর ২৩নং ওয়ার্ডের সভাপতি মো.লিটন, বন্দর থানার শ্রমিক লীগের সাধারন সম্পাদক রফিয়ান আহম্মেদ সহ আরও অনেক।

এমএইচ/এসএমআর

সর্বশেষ সংবাদ