আজ মঙ্গলবার, ১২ই ফাল্গুন, ১৪৩১ বঙ্গাব্দ, ২৫শে ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

শিক্ষাক্ষেত্রে কোন বৈষম্য থাকবে না: এমপি গাজী

শিক্ষাক্ষেত্রে কোন

নবকুমার:

নারায়ণগঞ্জ ১ আসনের নবনির্বাচিত সংসদ সদস্য বিশিষ্ট শিল্পপতি গোলাম দস্তগীর গাজী বীর প্রতীক বলেছেন, শিক্ষাক্ষেত্রে কোন বৈষম্য থাকবে না। শিক্ষার হার বৃদ্ধি পেয়েছে। শিক্ষার্থীদের ঝড়ে পড়া হ্রাস পেয়েছে। বঙ্গবন্ধুর কন্যা বাঙালি জাতি কে নিরক্ষর মুক্ত করতে বিনামূল্যে বই বিতরণ করছে।

মঙ্গলবার রূপগঞ্জ উপজেলার মুড়াপাড়া পাইলট উচ্চ বিদ্যালয়ে শিক্ষার্থীদের বই বিতরণের উদ্বোধন শেষে তিনি এসব কথা বলেন।

গোলাম দস্তগীর গাজী বলেন, শেখ হাসিনার নেতৃত্বে বহি:বিশ্বে বাঙালিরা আজ শিক্ষিত জাতির মর্যাদা পেয়েছে। টাকার অভাবে কোন ছেলে মেয়ের লেখা পাড়া বাদ যাবে না।

তিনি শিক্ষার্থীদের উদ্দেশে বলেন, তোমরা বঙ্গবন্ধুর আদর্শ বুকে ধারণ করে ভালো ভাবে লেখাপাড়া করবে। তোমাদের কে একবিংশ শতাব্দীর চ্যালেঞ্জ মোকাবেলা করতে হবে।

এসময় রূপগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা আবুল ফাতে মোহাম্মদ সফিকুল ইসলাম, উপজেলা চেয়ারম্যান শাহজাহান ভূইয়া, উপজেলা শিক্ষা অফিসার ওমর ফারুক, নারায়ণগঞ্জ জেলা পরিষদের সদস্য শীলা রানী পাল,আওয়ামী লীগ নেতা আলহাজ্ব হাবিবুর রহমান , মো: এমায়েত, জাকির হোসেন প্রমুখ।