আজ বৃহস্পতিবার, ৩০শে মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ, ১৩ই ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

শততম দাফনে টিম খোরশেদ

সংবাদচর্চা রিপোর্ট

নারায়ণগঞ্জে করোনাভাইরাস পরিস্থিতির প্রথম থেকে মৃতের দাফন বা সৎকার করে আসছে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের ১৩ নম্বর ওয়ার্ড কাউন্সিলর মাকছুদুল আলম খন্দকার খোরশেদ ও তার দল। শুক্রবার রাত ১১টায় সুতা ও গার্মেন্টস ব্যবসায়ী এমারত হোসেনের দাফনের মধ্য দিয়ে ১০০তম দাফন সম্পন্ন করে টিম খোরশেদ।

জানা যায়, টিম খোরশেদ এ পর্যন্ত ১০০ জন মৃতের দাফন ও সৎকার করেছে। যার মধ্যে করোনাভাইরাসে আক্রান্ত ছিলেন ৪২ জন, উপসর্গ ছিলো ৪৯ জনের এবং বাকি ৯ জন স্বাভাবিকভাবে মৃত্যুবরণ করেন।

বিষয়টি নিশ্চিত করে টিম খোরশেদের দলপতি কাউন্সিলর মাকছুদুল আলম খন্দকার খোরশেদ বলেন, ‘গতকাল করোনাভাইরাসে আক্রান্ত হয়ে লালমাটিয়া সিটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন সুতা ব্যবসায়ী এমারত হোসেন খান (৬৭)। করোনার কারণে ফুসফুস অকার্যকর হয়ে তিনি মারা যান। গতকাল রাত সাড়ে ১০টায় আমরা তার গোসল, জানাজা ও দাফন সম্পন্ন করি। এটা টিম খোরশেদের ১০০তম সৎকার ছিল।’ তিনি আরও বলেন, ‘যতদিন প্রয়োজন ততদিন টিম খোরশেদ মানুষের পাশে থাকবে ইনশাআল্লাহ।’