আজ বুধবার, ১৭ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ, ১লা জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

রূপসী দাখিল মাদ্রাসার উন্নয়ন কাজ পরিদর্শনে মন্ত্রী গাজী

সংবাদচর্চা রিপোর্ট: রূপগঞ্জ উপজেলার রূপসী ইসলামিয়া দাখিল মাদ্রাসার উন্নয়ন কাজ পরিদর্শন করেছেন স্বাধীনতা পুরস্কার প্রাপ্ত নারায়ণগঞ্জ -১ আসনের সংসদ সদস্য বস্ত্র ও পাটমন্ত্রী গোলাম দস্তগীর গাজী বীর প্রতীক। বৃহস্পতিবার ( ৩ ডিসেম্বর) সকালে মন্ত্রী মাদ্রাসার উন্নয়ন কাজ পরিদর্শনে যান। তিনি মাদ্রাসার দেয়াল নির্মাণ ঘুরে দেখেছেন। এসময় মন্ত্রী মাদ্রাসার উন্নয়ন এবং শিক্ষার্থীদের নৈতিক শিক্ষার ব্যাপারে বিভিন্ন দিকনির্দেশনা দিয়ে বলেন, ডিসেম্বরের শেষ অথবা আগামী বছর শুরুর দিকে রূপসী ইসলামিয়া দাখিল মাদ্রাসার একটি তিনতলা ভবন নির্মাণ কাজ শুরু হবে।

এসময় তারাব ইউনিয়ন ( বর্তমান পৌরসভা) যুব লীগের সাবেক সভাপতি আলহাজ্ব হাবিবুর রহমান হাবিব, রূপসী ইসলামিয়া দাখিল মাদ্রাসার সভাপতি ও দৈনিক সংবাদচর্চার প্রকাশক ও সম্পাদক মো: মুন্না খাঁন , মাদ্রাসার শিক্ষকবৃন্দ উপস্থিত ছিলেন।