সংবাদচর্চা রিপোর্ট: নিরাপদ সড়কের দাবিতে শিক্ষার্থীদের আন্দোলনের মুখে মন্ত্রিসভায় অনুমোদন পেয়েছে সড়ক পরিবহন আইন ২০১৮’র খসড়া। সর্বোচ্চ ৫ বছরের সাজা ও ৫ লাখ টাকা জরিমানার বিধান রেখে সোমবার মন্ত্রিসভায় এই আইনের খসড়া’র অনুমোদন দেওয়া হয়।
নতুন এই আইনে বেপরোয়াভাবে বা অবহেলা করে গাড়ি চালানোর কারণে কেউ গুরুতর আহত বা নিহত হলে মামলা হবে দন্ডবিধির ৩০৪ (খ) ধারায়। এই ধারায় সাজা সর্বোচ্চ পাঁচ বছর কারান্ড বা অর্থদন্ড বা উভয় দন্ড এবং সর্বোচ্চ পাঁচ লাখ টাকা জরিমানা। এর আগে এ ধরনের অপরাধে সর্বোচ্চ তিন বছর কারাদন্ডের বিধান ছিল।
সোমবার সচিবালয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে মন্ত্রিসভার বৈঠকে এই অনুমোদন দেয়া হয়।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা নিরাপদ সড়কের খসড়া আইন মন্ত্রিসভায় অনুমোদন দেওয়ায় রূপগঞ্জ উপজেলার প্রত্যেকটা শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানিয়েছে। গতকাল রূপগঞ্জ উপজেলার ভূলতা স্কুল এন্ড কলেজসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ধন্যবাদ জানিয়ে আনন্দ শোভাযাত্রা করে।
শিক্ষার্থীরা জানান, আমাদের দাবি প্রধানমন্ত্রী শেখ হাসিনা মেনে নেওয়ায় তাকে আন্তরিক ধন্যবাদ।আমরা ঘরে ফিরে গেলাম।
ভূলতা স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ আব্দুল আউয়াল জানান,সড়ক পরিবহনের নতুন আইনে আমরা ভুলতা স্কুল এন্ড কলেজের সকল শিক্ষক শিক্ষার্থী খুশি। আমাদের ছেলে মেয়েরা আন্দোলনে যাবে না।প্রধানমন্ত্রী কে আন্তরিক ধন্যবাদ।
রূপসী নিউ মডেল স্কুল এন্ড কলেজের সহকারি শিক্ষক আব্দুল কাদির রাজিব জানান, নিরাপদ সড়কের দাবি সবার । নতুন আইনের মাধ্যমে ঘাতক বাস চালকদের দ্রুত শাস্তি কার্যকর করতে হবে।যারা আন্দোনের নামে গুজব ছড়িয়েছে তাদের বিচারের আওতায় আনতে হবে। আমি রূপসী নিউ মডেল স্কুল এন্ড কলেজের পক্ষ থেকে মাননীয় প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানাচ্ছি। আমাদের শিক্ষার্থীরা এখন লেড়ায় মনোযোগ দেবে।
উল্লেখ্য রাজধানীর কুর্মিটোলায় দুই শিক্ষার্থী নিহত হওয়ার পর নিরাপদ সড়ক বাস্তবায়নের দাবিতে সারাদেশে শিক্ষার্থীদের আন্দোলনের প্রেক্ষিতে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপে চূড়ান্ত অনুমোদন পেল আইনটি।