নবকুমার:
রূপগঞ্জে উপজেলার ব্রাহ্মণখালি এলাকায় আলহাজ্ব হাবিবুর রহমান হারেজ কিন্ডারগার্টেন স্কুল পরিদর্শন করেছেন নারায়ণগঞ্জ ১ আসনের সংসদ সদস্য বিশিষ্ট শিল্পপতি গোলাম দস্তগীর গাজী বীরপ্রতীক। শুক্রবার উপজেলা কিন্ডারগার্টেন শিক্ষা উন্নয়ন সমিতির অধীনে ১’শ ১১ টি কিন্ডারগার্টেন স্কুলের প্লে থেকে ৪র্থ শ্রেণীর বৃত্তি পরীক্ষার কেন্দ্র পরির্শনে যান তিনি। এতে ৮ টি কেন্দ্রে ২ হাজার ১শ ২ জন শিক্ষার্থী অংশ নিচ্ছে।
হাবিবুর রহমান হারেজ কিন্ডারগার্টেন স্কুলের প্রতিষ্ঠাতা রূপগঞ্জ উপজেলা ভাইস চেয়ারম্যান আলহাজ্ব হাবিবুর রহমান হারেজ।
জানা গেছে হারেজ গোলাম দস্তগীর গাজীর সাথে কুশল বিনিময় করেছেন। আগামী নির্বাচনে নৌকাকে বিজয়ের লক্ষে ঐক্যবদ্ধভাবে কাজ করবেন তিনি।