আজ বুধবার, ২৯শে মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ, ১২ই ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

রূপগঞ্জে রোভার স্কাউটের কমিটি গঠন

রূপগঞ্জে রোভার স্কাউটের

রূপগঞ্জে রোভার স্কাউটের

সংবাদচর্চা রিপোর্ট:  রূপগঞ্জ উপজেলা রোভার স্কাউট কমিটি গঠন করা হয়েছে। সোমবার ২৩ জুলাই দুপুরে উপজেলা প্রশাসন অডিটোরিয়ামে উপজেলা নির্বাহী কর্মকর্তা আবুল ফাতে মোহাম্মদ সফিকুল ইসলামের সভাপতিত্বে এ কমিটি গঠন করা হয়। এ সময় উপজেলা রোভার স্কাউট নেতৃবৃন্দ ও সদস্যেদের উপস্থিতিতে ত্রি-বার্ষিক কমিটি গঠন করা হয়েছে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা আবুল ফাতে মোহাম্মদ সফিকুল ইসলামকে সভাপতি ও ছাত্তার জুট মিলস আদর্শ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবুল কালাম আজাদকে সাধারন সম্পাদক করে ৩০ সদস্য বিশিষ্ট কমিটি গঠিত হয়। কমিটির অন্যরা হলেন, সহ সভাপতি লায়ন মোজাম্মেল হক ভূঁইয়া, সহ সভাপতি আল আমিন দুলাল, কমিশনার নিযুক্ত হন এনজেট গ্রুপের চেয়ারম্যান নুরুজ্জামান খাঁন, পদাধিকার বলে উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা জায়েদা আখতার, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা ওমর ফারুক ভুইয়া , আব্দুর রহিম মাষ্টার, সাংবাদিক মকবুল হোসেন প্রমূখ।