আজ বুধবার, ১৩ই ফাল্গুন, ১৪৩১ বঙ্গাব্দ, ২৬শে ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

রূপগঞ্জে ভোকেশনাল এবং টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজ নির্মাণ করা হবে: বস্ত্র ও পাট মন্ত্রী

নবকুমার:

নারায়ণগঞ্জ ১ আসনের  সংসদ সদস্য বস্ত্র ও পাট মন্ত্রী গোলাম দস্তগীর বলেছেন, রূপগঞ্জ শিল্প অঞ্চল। এখানে কোন ভোকেশনাল এবং টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজ নেই। বর্তমান সরকারের আমলে রূপগঞ্জে একটি ভোকেশনাল  এবং টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজ নির্মাণ করা হবে।

শনিবার রূপগঞ্জ উপজেলার তারাব সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ শেষে মন্ত্রী এ ঘোষণা দেন।

তিনি বলেন, রূপগঞ্জ হবে আধুনিক শিক্ষা নগরি। এখানে একটি টেনিং ইনস্টিটিউট গড়ে তোলা হবে।  একুশ শতকের চ্যালেঞ্জ মোকাবেলায়  দক্ষ মানব সম্পদ গড়ে তোলার লক্ষে শেখ হাসিনার সরকার কাজ করে যাচ্ছে।

গোলাম দস্তগীর গাজী বলেন , দুর্নীতি এবং মাদকের বিরুদ্ধে সামাজিক আন্দোলন গড়ে তুলতে হবে। বাংলার মাটিতে কোন আগুন সন্ত্রাসীর স্থান হবে না।

এছাড়া গোলাম দস্তগীর গাজী বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরন করেন।

এসময় উপস্থিত ছিলেন তারাব পৌর সভার মেয়র হাছিনা গাজী, রূপগঞ্জ উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান সৈয়দা ফেরদৌসী আলম নীলা, তারাব পৌর আওয়ামী লীগের সভাপতি মোফাজ্জল হোসেন, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার জায়েদা আক্তার, আওয়ামী লীগ নেতা নজরুল ইসলাম চৌধুরী , রূপগঞ্জ উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি মাহাবুবুর রহমান মেহের,কাউন্সিলর আনোয়ার হোসেন প্রমুখ।