আজ সোমবার, ২৭শে মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ, ১০ই ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

রূপগঞ্জে তিন মাদক ব্যবসায়ী গ্রেফতার

ইয়াবাসহ আটক

রূপগঞ্জে তিন মাদক

নিজস্ব প্রতিবেদক:

রূপগঞ্জে ফেনন্সিডিলসহ তিন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ। রবিবার ভোর রাতে উপজেলার গুতুলিয়া ও মাসাব এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়।

রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মনিরুজ্জামান জানান, গুতুলিয়া এলাকার নাজিম উদ্দিন আহম্মেদের ছেলে ছাগির আহম্মেদ বাবু, মাসাব এলাকার ফিরোজ মিয়ার ছেলে আতিকুর রহমান অভি ও জাকির হোসেনের মেয়ে তাছলিমা আক্তার নুপুর তাদের নিজ নিজ এলাকায় মাদকের ব্যবসা করে আসছে।

গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে ছাগির আহম্মেদ বাবুর কাছ থেকে ২৫ বোতল ফেনন্সিডিল, আতিকুর রহমান অভি ও তাছলিমা আক্তার নুপুরের ঘর তল্লাশি চালিয়ে ৬০০ পিছ ইয়াবাসহ তাদের গ্রেফতার করা হয়।