বিপ্লব হাসান : নারায়ণগঞ্জের রূপগঞ্জে আসন্ন ঈদে জনস্রোত ঠেকাতে কঠোর পদক্ষেপ নিয়েছে রূপগঞ্জ থানা পুলিশ। নারায়ণগঞ্জ জেলা পুলিশ সুপারের নির্দেশে বিভিন্ন জেলা থেকে আসা অপ্রয়োজনীয় সব ধরনের যানবাহন স্ব-জেলায় ফিরিয়ে দিচ্ছেন পুলিশ সদস্যরা। মঙ্গলবার (১৯ মে) সকাল থেকে ঢাকা- সিলেট মহাসড়কের আধুরিয়া এলাকার নিয়মিত চেকপোস্টে এই পদক্ষেপ নেয়া হয়। এ সময় অন্য জেলা থেকে আসা মালবাহী গাড়ি, এ্যাম্বুলেন্স এবং জরুরী প্রয়োজনীয় গাড়ি ব্যতিত সকল যানবাহন ফিরিয়ে দেয়া হয়। সরকারের সিদ্ধান্ত বাস্তবায়ন করতে চেকপোস্টে উপস্থিত থেকে উর্ধ্বতনের নির্দেশনা পালনকালে নারায়ণগঞ্জ অতিরিক্ত পুলিশ সুপার ( গ সার্কেল ) মোঃ মাহিন ফরাজী জানান, গণপরিবহন না থাকায় বিভিন্ন জেলা থেকে শ্রমিকরা প্রাইভেটকার যোগে ঢাকায় আসছে এবং বিভিন্ন জেলার লোকজন অকারণে নানা অজুহাত দেখিয়ে প্রাইভেটকারে ঘুরাফেরা করছেন। এতে ব্যাপকভাবে করোনা বিস্তারের আশঙ্কা রয়েছে। তাই ঊর্ধ্বতনের নির্দেশনা মোতাবেক জনসাধারণের স্ব-স্ব অবস্থান নিশ্চিতের লক্ষেই শুধুমাত্র ঔষধ ও নিত্যপন্যবাহী যানবাহন ছাড়া অপ্রয়োজনীয় যানবাহন চলাচলে সরকারী সিদ্ধান্ত মোতাবেক পুলিশ কঠোর অবস্থানে রয়েছে। সে মোতাবেক এক জেলার গাড়ী অন্য জেলায় যেতে পারবেনা। ঊর্ধ্বতনের পরবর্তী নির্দেশনা না পাওয়া পর্যন্ত এ পদক্ষেপ অব্যাহত থাকবে বলেও জানান তিনি। এসময় উপস্থিত ছিলেন, রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মাহমুদ হাসান ভূলতা ফাঁড়ির ইনচার্জ আমিনুল ইসলাম, ট্রাফিক সার্জেন্ট তানজিন প্রমুখ।