আজ সোমবার, ২৫শে ফাল্গুন, ১৪৩১ বঙ্গাব্দ, ১০ই মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ

রূপগঞ্জ ভিভো কোম্পানির ক্রেনের চাপায় গার্ড নিহত

রূপগঞ্জের কোশাব এলাকার ভিভো কোম্পানির ক্রেনের চাপায় গার্ড নিহত হয়েছে।  এলাকাবাসীর দাবী দুই জন নিহত হয়েছে। রবিবার (১২ শ্রাবন ২৮ জুলাই)  ঘটনাটি ঘটে সকাল ৭টায় কোশাব এলাকায়।  ভিভো কোম্পানির গেটে থাকা একটি ক্রেন হটাৎ গেটের ভিতরে ঢুকে যায়। এসময় চাপা পড়ে অনেক জন। কিন্তু ঘটানাস্থলে নিহতের নাম সিকিউরিটি গার্ড সোহাগ (২৪) বলে জানা যায়। এসময় লাশটি কাউকে দেখতে দেইনি।

সাংবাদিকরা সংবাদ সংগ্রহের জন্য গেলে তাদেরও লাশটি দেখতে দেয়া হয়নি। তবে এলাকাবাসীর দাবী একাধিক লোকের মৃত্য হয়েছে এখানে।  ভূলতা ফাঁড়ি পুলিশকে নিয়ে ঘটনাটি ধামা চাপা দেয়ার চেষ্টা চলছে বলে অভিযোগ রয়েছে ।