আজ মঙ্গলবার, ১২ই ফাল্গুন, ১৪৩১ বঙ্গাব্দ, ২৫শে ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

রূপগঞ্জ প্রেস ক্লাবের পক্ষ থেকে বস্ত্র ও পাট মন্ত্রীকে শুভেচ্ছা

নবকুমার : নারায়ণগঞ্জ ১ আসনের সংসদ সদস্য বস্ত্র ও পাট মন্ত্রী গোলাম দস্তগীর গাজী বীর প্রতীক কে শুভেচ্ছা জানিয়েছে রূপগঞ্জ প্রেস ক্লাবের সাংবাদিক বৃন্দ।

শুক্রবার সকালে রূপগঞ্জ প্রেসক্লাবের একটি প্রতিনিধি দল রূপসী গাজী ভবনে মন্ত্রীকে শুভেচ্ছা জানাতে যায়। গোলাম দস্তগীর গাজীর হাতে ফুলেল তোড়া উপহার দিয়ে শুভেচ্ছা বিনিময় করেছে।

এসময় উপস্থিত ছিলেন, রূপগঞ্জ প্রেসক্লাবের সভাপতি লায়ন মীর আব্দুল আলীম, সাধারণ সম্পাদক খ‌লিল সিকদার,  দৈ‌নিক সংবা‌দের সি‌নিয়র সহ -সম্পাদক আলহাজ্ব আলম হো‌সেন, সাংবা‌দিক মকবুল হো‌সেন, শা‌হিন ভুঁইয়া স্বপন, ছাত্তার আলী সো‌হেল, এ হাই মিলন, এস এম শাহাদাত, আশিকুর রহমান হান্নান, মনির হো‌সেন মনু, জাহাঙ্গীর আলম হা‌নিফ, আরিফ হাসান, রা‌সেল আহমেদ, শ‌ফিকুল আলম ভুঁইয়া মামুন, সাইফুল ইসলাম, রু‌বেল মাহমুদ,আল-আমিন মিন্টু, রু‌বেল সিকদারসহ অনে‌কে।