আজ বৃহস্পতিবার, ২৭শে অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ, ১২ই ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

রূপগঞ্জ ইউনিয়নে নৌকা পাচ্ছে সালাউদ্দিন মেম্বার

সংবাদচর্চা রিপোর্ট:

আগামী ১৪ অক্টোবর রূপগঞ্জ ইউনিয়ন পরিষদ নির্বাচনের ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। নির্বাচন কে সামনে রেখে প্রার্থী চূড়ান্ত করেছে তৃণমূল আওয়ামী লীগ।  বৃহষ্পতিবার (৫ সেপ্টেম্বর ) সন্ধ্যায় রূপগঞ্জ ইউনিয়নে তৃণমূল আওয়ামী লীগের ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়েছে। এতে চেয়ারম্যান পদে মোট প্রার্থী ছিলো চার জন। তার মধ্যে ২২ ভোট পেয়ে বিজয়ী হয়েছে আওয়ামী লীগ নেতা সালাউদ্দিন মেম্বার। যুবলীগ নেতা মুশফিকুর রহমান রিপন পেয়েছে ১ ভোট। অন্য প্রার্থী ওবায়দুল মাজিদ জুয়েল মাস্টার, এড.কবির হোসেন কোন ভোট পান নাই। সর্বসম্মতিক্রমে সালাউদ্দিন মেম্বার তৃণমূলের ভোটে বিজয়ী হয়েছে। তার নাম যে কোন সময় কেন্দ্রে পাঠাবে রূপগঞ্জ উপজেলা আওয়ামী লীগ।

তৃণমূলের ভোট গ্রহণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, রূপগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সভাপতি বস্ত্র ও পাট মন্ত্রী গোলাম দস্তগীর গাজী বীর প্রতীক এমপি, মন্ত্রীর বিশেষ সহকারি এমদাদুল হক,  রূপগঞ্জ উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান সৈয়দা ফেরদৌসী আলম নীলা, সাবেক ভাইস চেয়ারম্যান আলহাজ্ব, হাবিবুর রহমান হারেজ, আওয়ামী লীগ নেতা হাবিবুর রহমান হাবিব, দৈনিক সংবাদচর্চার সম্পাদক ও প্রকাশক মো: মুন্না খাঁন,রূপগঞ্জ ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি তারেক সহ রূপগঞ্জ ইউনিয়ন আওয়ামী লীগের নেতৃবৃন্দ। ভোটের আগে গোলাম দস্তগীর গাজী বীর প্রতীক নেতাকর্মীদের উদ্দেশ্যে বিভিন্ন দিকনির্দেশনা মূলক বক্তব্য দিয়েছেন। তিনি বলেন, আওয়ামী লীগ জনগণের দল। এখানে কোন বিরোধ নেই , আছে নেতৃত্বের প্রতিযোগিতা । জনগণ যাকে বেছে নেবে দল যাকে নৌকা প্রতীক দেবে সেই আমার প্রার্থী। পরে গোলাম দস্তগীর গাজী দলীয় প্রার্থীর পক্ষে আওয়ামী লীগের নেতাকর্মীদের কাজ করতে নির্দেশ দিয়েছে।

প্রসঙ্গত গত ৩ সেপ্টেম্বর রূপগঞ্জ উনিয়ন পরিষদ নির্বাচনের তফসিল ঘোষণা করেছে নির্বাচন কমিশন। ঘোষিত তফসিল অনুযায়ী মনোনয়নপত্র জমার শেষ দিন আগামী ১২ সেপ্টেম্বর, যাচাই-বাছাই ১৫ সেপ্টেম্বর, প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন ২২ সেপ্টেম্বর। আর ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে আগামী ১৪ অক্টোবর। সকাল ৯ টা থেকে বিকাল ৫ টা পর্যন্ত ভোট গ্রহণ চলবে।

জানা গেছে, সালাউদ্দিন মেম্বার দীর্ঘ দিন যাবত দলের পক্ষে কাজ করছেন। রূপগঞ্জ ইউনিয়নে তার ব্যাপক জনপ্রিয়তা রয়েছে। তবে এবারের নির্বাচনে বিএনপি অংশ নেবে কি না এখন পর্যন্ত কিছু জানা যায় নি। তাদের তেমন কোন প্রার্থীকে মাঠে দেখা যাচ্ছে না। বিএনপি নির্বাচনে অংশ না নিলে বিনা প্রতিদ্বন্দ্বিতায় আওয়ামী লীগ প্রার্থী সালাউদ্দিনের চেয়ারম্যান হওয়ার সম্ভাবনা বেশি রয়েছে।