নিজস্ব প্রতিবেদক
কিছু দিন পূর্বেও নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন ও সড়ক ও জনপদ কর্তৃপক্ষ জনদূর্ভোগ ও যানজট এড়াতে শহরসহ আশপাশের এলাকাগুলোর গুরুত্বপূর্ণ সড়ক মেড়ামতের কাজ রাত ১১টা কিংবা মধ্যরাতে পরিচালিত হতো যা ব্যাপক প্রশংসা কুড়িয়েছে শহরবাসীর। একাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন ও রাষ্ট্রায়ত্ব অন্যান্য প্রতিষ্ঠানগুলো তাদের পূর্ব পরিকল্পনার কিছুটা ব্যতয় ঘটিয়ে ব্যস্ত নগরীর বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়কগুলোতে মেরামতসহ অন্যান্য উন্নয়নমূলক কার্যক্রমগুলো দিনে দুপুরে পরিচালনা করছে। যার ফলে নারায়ণগঞ্জের ব্যস্ততম সড়ক ঢাকা-নারায়ণগঞ্জ লিংক রোডসহ আশপাশের সড়কগুলোতে সাধারণ মানুষদের ব্যাপক জনদূর্ভোগ পোহাতে হচ্ছে আর বাড়ছে দীর্ঘ যানজট।
সরজমিনে দেখা যায়, গতকাল বুধবার ঢাকা-নারায়ণগঞ্জ লিংক রোডে অবস্থিত বন্ধন কাউন্টার এর সম্মুখে খানাখন্দ ভরাট ও পিচ ঢালাই এর কাজ পরিচালনা করছে সড়ক ও জনপদ কর্তৃপক্ষ। রাস্তা মেড়ামতের কাজ চলাকালে সকাল ১১টা হতে দুপুর ৩টা পর্যন্ত বঙ্গবন্ধু সড়ক থেকে শুরু করে ঢাকা-নারায়ণগঞ্জ লিংক রোডসহ আশপাশের সড়কে ব্যাপক যানজট সৃষ্টি হয়।
ভ‚ক্তভোগী একাধিক জনসাধারণ নাম না প্রকাশ করা শর্তে দৈনিক সংবাদচর্চাকে জানান, গত কয়েক মাস আগেও আমরা দেখেছি সড়ক ও জনদপদ অধিদপ্তর কর্তৃপক্ষ তাদের সড়ক মেড়ামত এর কাজগুলো রাতে পরিচালনা করতো। যেই রাস্তা বিকালে দেখেছি ভাঙ্গা সকালে এসে দেখা যেত নতুন চকচক। কিন্ত কি এমন হলো যে তারা রাতের কাজগুলো এখন দিনে পরিচালনা করছে। তার কারন আমার জানা নাই। তবে তারা পূর্বের ন্যায় যদি বর্তমানেও সড়ক মেরামতের কাজগুলো রাতে পরিচালনা করেন তাহলে আমাদের নগরবাসীর জন্য খুবই উপকৃত হতো।