আজ বুধবার, ১৭ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ, ১লা জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

সিটি নির্বাচনে আ,লীগের প্রার্থী রাজশাহীতে লিটন,সিলেটে কামরুল

রাজশাহীতে

রাজশাহীতে

সংবাদচর্চা ডেস্ক: আসন্ন রাজশাহী ও সিলেট সিটি করপোরেশন নির্বাচনে আওয়ামীলীগের প্রার্থী চূড়ান্ত করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা । রাজশাহীতে খাইরুজ্জামান লিটন,সিলেটে বদর উদ্দিন আহম্মেদ কামরান ।

প্রধানমন্ত্রী এ দুই প্রার্থীকে পরামর্শ  দিয়ে বলেন,ভোটার তালিকা ধরে নির্বাচনী প্রচার চালাতে হবে। প্রতিটি ভোটারের কাছে গিয়ে ভোট চাইতে হবে। সেই সঙ্গে তাদের বর্তমান সরকারের উন্নয়নমূলক কর্মকাণ্ডের বিবরণও স্মরণ করিয়ে দিতে হবে। আগামী দুই মাসের মধ্যে এই নির্দেশনা কার্যকর না হলে প্রার্থী বদলের কথাও বলেছেন প্রধানমন্ত্রী।

আওয়ামী লীগের কয়েকজন নীতি-নির্ধারক বলেন, এরই মধ্যে বদর উদ্দিন আহমদ কামরানকে সিলেট সিটি করপোরেশন এবং এএইচএম খায়রুজ্জামান লিটনকে রাজশাহী সিটি করপোরেশন নির্বাচনে মেয়র পদে আওয়ামী লীগের প্রার্থী হিসেবে সবুজ সংকেত দেওয়া হয়েছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা  গত শনিবার দলের কার্যনির্বাহী সংসদের বৈঠকে দুই নেতার মনোনয়নের বিষয়টি আবারও নিশ্চিত করেছেন।

রাজশাহী মহানগর আওয়ামী লীগের সভাপতি এএইচএম খায়রুজ্জামান লিটন বলেন,রাজশাহী সিটি করপোরেশন নির্বাচনে মেয়র পদে তাকে আরেক দফায় সবুজ সংকেত দিয়েছেন প্রধানমন্ত্রী। একই সঙ্গে তিনি প্রতিটি ভোটারের কাছে গিয়ে ভোট প্রার্থনার তাগিদ দিয়েছেন। প্রধানমন্ত্রী বলেছেন, তিনি নিয়মিত মনিটরিং করবেন। ঠিক মতো ভোটারদের কাছে না গেলে মেয়র পদে বিকল্প চিন্তা করবেন। এএইচএম খায়রুজ্জামান লিটন নিয়মিত ভোটারদের সঙ্গে সংযোগ রাখছেন বলে প্রধানমন্ত্রীকে জানিয়েছেন।

এদিকে সিলেট মহানগর আওয়ামী লীগের সভাপতি বদর উদ্দিন আহমদ কামরান বলেছেন, গত শনিবার আওয়ামী লীগের কার্যনির্বাহী সংসদের বৈঠকে সিটি করপোরেশন নির্বাচনে মেয়র পদে দলীয় প্রার্থী হিসেবে তাকে আবারও সবুজ সংকেত দিয়েছেন প্রধানমন্ত্রী। তিনি প্রধানমন্ত্রীকে জানিয়েছেন, নির্বাচনের প্রস্তুতি নিচ্ছেন।