আজ শুক্রবার, ১৪ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ, ২৯শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

রাজধানীর তেজগাঁ থেকে কয়েক হাজার ইয়াবা সহ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার

রাজধানীর তেজগাঁ

রাজধানীর তেজগাঁ নিজস্ব প্রতিবেদক:

রাজধানীর তেজগাঁও থানা এলাকা হতে ৯,৮৭০ (নয় হাজার আটশত সত্তর) পিস ইয়াবাসহ ০১ (এক) জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‌্যাব-২।

বাংলাদেশ আমার অহংকার এই শ্লোগান নিয়ে র‌্যাব প্রতিষ্ঠালগ্ন থেকেই মাদক দ্রব্য উদ্ধারে অগ্রণী ভূমিকা পালন করে আসছে। দেশের যুব সমাজ তথা নতুন প্রজন্ম’কে মাদকের নীল দংশনের ছোবল হতে পরিত্রান এবং সমাজে মাদকের ভয়াল থাবার বিস্তার রোধকল্পে মাদক বিরোধী অভিযানে অন্যান্য আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পাশাপাশি র‌্যাবও কঠোর অবস্থান নিয়ে আসছে এবং নিরলস পরিশ্রম করে যাচ্ছে। সন্ত্রাস, চরমপন্থী ও ধর্মীয় জঙ্গিবাদ নির্মূলের পাশাপাশি মাদক বিরোধী অভিযানে র‌্যাব বলিষ্ঠ পদক্ষেপ রেখে চলেছে। গোয়েন্দা ও নিয়মিত আভিযানিক কার্যক্রমের মাধ্যমে মাদকের চোরাচালান, চোরাকারবারী, চোরাচালানের রুট, মাদকস্পট, মাদকদ্রব্য মজুদকারী ও বাজারজাতকারীদের চিহ্নিত করে তাদের গ্রেফতারসহ আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে। র‌্যাব-২ সব সময়ই মাদকের বিরুদ্ধে বলিষ্ঠ অবদান রেখে চলেছে।

গত ০৬ অক্টোবর  র‌্যাব-২ এর আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে যে, রাজধানীর তেজগাঁও থানাধীন ২২ কাওরান বাজার কাঠপট্টি টিসিবি ভবনের পূর্ব পার্শ্বে শাখওয়াত টিম্বার ট্রের্ডাস এন্ড স-মিল এর সামনে পাকা রাস্তার উপর কতিপয় মাদক ব্যবসায়ী নিষিদ্ধ নেশা জাতীয় ট্যাবলেট (ইয়াবা) চালান সরবরাহ করার জন্য অবস্থান করছে। প্রাপ্তসংবাদের সত্যতা যাচাইয়ের নিমিত্তে র‌্যাবের আভিযানিক দল ঘটনাস্থলে উপস্থিত হলে র‌্যাবের উপস্থিতি টের পেয়ে দৌড়ে পালানোর চেষ্টাকালে আসামী মোঃ আব্দুল মালেক (৪০) কে গ্রেফতার করে। গ্রেফতারকৃত আসামীকে ইয়াবার চালান সংক্রান্ত বিষয়ে জিজ্ঞাসাবাদ করলে প্রথমে অস্বীকার করে। পরবর্তীতে ব্যাপক জিজ্ঞাসাবাদে, ডিনারসেটের কার্টুনের ভিতরে আলাদা চেম্বার করে অভিনব পন্থায় লুকিয়ে রাখা ইয়াবা ট্যাবলেট এর চালানের কথা স্বীকার করে।

তার দেয়া তথ্য মতে ডিনারসেটের কার্টুনের ভিতরে বিশেষ কায়দায় লুকিয়ে রাখা ৯,৮৭০ (নয় হাজার আটশত সত্তর) পিস ইয়াবা পাওয়া যায়। গ্রেফতারকৃত আসামীকে জিজ্ঞাসাবাদে জানায়, বর্তমান যুব সমাজে ইয়াবার ব্যাপক চাহিদা থাকায় চড়া দামে বিক্রয়ের উদ্দেশ্য সে কক্সবাজার, চট্টগ্রাম, টেকনাফ সীমান্ত এলাকা হতে ইয়াবা সংগ্রহ করে আইন শৃংখলা রক্ষাকারী বাহিনীর চোখ ফাঁকি দিয়ে নিত্য নতুন কৌশল ব্যবহার করে ইয়াবা ট্যাবলেট (নিষিদ্ধ মাদক) রাজধানীসহ বাংলাদেশের বিভিন্ন জেলার মাদক ব্যবসায়ীদের কাছে সরবরাহ করে আসছে এবং ইতোপূর্বেও বেশ কয়েকটি ইয়াবার চালান সফলতার সহিত সরবরাহ করেছে বলে জানায়। গ্রেফতারকৃত আসামীকে জিজ্ঞাসাবাদে আরো জানায়, সে অতি লাভের আশায়, রাতারাতি ধনী হবার নেশায়, নিজেদেরকে নিষিদ্ধ এ মাদক ব্যবসায় জড়িয়েছে। গ্রেফতারকৃত  আসামীকে জিজ্ঞাসাবাদে আরও অনেক গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া গেছে যা যাচাই বাছাই করে ভবিষ্যতে এ ধরনের মাদক বিরোধী অভিযান অব্যাহত থাকবে।