সংবাদচর্চা রিপোর্টঃ
শিল্পপতি ও মুক্তিযোদ্ধা মোহাম্মদ আলীর বড় ভাই এম এ রশিদ মারা গেছেন। ঢাকার একটি হাসপাতালে গতকাল সকাল ১০টায় তিনি মৃত্যুবরণ করেন। তার বয়স হয়েছিলো ৮৩। তিনি ২ মেয়ে ও ১ ছেলে, ৩ নাতি-নাতনি, ১ ভাই ও ১ বোনসহ অসংখ্য স্বজন-গুণগ্রাহী রেখে গেছেন। গতকাল বাদ আসর তার নামাজে জানাযার পর মাসদাইর কবরস্থানে দাফন করা হয়।
এমএ রশিদ ঢাকা ধানমন্ডি আনোয়ার খান মর্ডান মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মঙ্গলবার সকালে মারা যান। তিনি ডায়াবেটিসসহ বার্ধক্যজনিত রোগে ভুগছিলেন। তার একমাত্র ছেলে কম্পিউটার ইঞ্জিনিয়ার। এক মেয়ে চিকিৎসক অপর মেয়ে গৃহিণী। ব্যক্তিগত জীবনে এমএ রশীদ নিজেও ইঞ্জিনিয়ার ছিলেন। তিনি দীর্ঘ দিন সৌদি আরব সহ অন্য দেশে কর্মরত ছিলেন। স্থানীয়রা জানান, ব্যক্তিগতভাবে তিনি অত্যন্ত অমায়িক ও সজ্জ্বন ছিলেন। চলতেন নিয়ম মাফিক। ঢাকার আগারগাঁয়ে নিজ বাড়িতে বাস করতেন তিনি। পারিবারিক সূত্র জানিয়েছে, শিল্পপতি মোহাম্মদ আলীরা ৫ ভাই ও ৪ বোন ছিলেন। ভাইদের মধ্যে মোহাম্মদ আলী ছাড়া অন্য আর কেউ বেঁচে নেই। বোনদের মধ্যে একজন বেঁচে আছেন।
গতকাল বাদ আসর ফতুল্লার পঞ্চবটি এবি মিলে প্রথম জানাযা, পরে মাসদাইরস্থ নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন কবরস্থান মসজিদে ২য় জানাযার পর তাকে দাফন করা হয়। তার দাফনে সহায়তা করেন কাউন্সিলর মাকসুদুল আলম খন্দকার খোরশেদ টিম।