আজ মঙ্গলবার, ১৭ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ, ৩০শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ

মেসিকে একি বললেন কোচ

স্প্যানিশ লা লিগার ম্যাচে মাঠে নামবে বার্সেলোনা। শনিবার বাংলাদেশ সময় রাত নয়টায় লিওনেল মেসি নেতৃত্বাধীন দলটির প্রতিপক্ষ এইবার। ক্যাম্প ন্যুতে নামার আগে এইবারের কোচ হোসে লুইস মেনডিলিবার জানিয়েছেন, খেলা চলাকালীন সময় মাঠেই বিশ্রাম নেন মেসি। যদিও এদিন বার্সার সবচেয়ে বড় তারকাকে ‘বাস্টার্ড’ বলায় আলোচনায় এসেছেন এই স্প্যানিশ কোচ।
ইংরেজি ‘বাস্টার্ড’ শব্দটির বাংলায় অর্থ হচ্ছে জারজ সন্তান। অনেক সময় অপ্রীতিকর ও বিপজ্জনক ব্যক্তি হিসেবেও শব্দটি ব্যবহার করা হয়ে থাকে।

এইবারের কোচ মেনডিলিবার মূলত দক্ষতার কারণেই মেসিকে নিয়ে শব্দটি ব্যবহার করেন।
‘আমার মনে হয় না মাঠের বাইরে তিনি বিশ্রাম নেন। এই বাস্টার্ড খেলা চলাকালীন সময় বিশ্রামে থাকেন। আসলে তিনি জানেন কখন বিশ্রাম নিতে হবে আর কখন জ্বলে উঠতে হবে।’
মেনডিলিবারের মতে, যখন তাকে ছুটি দেয়া হয় অথবা সাইড লাইনে বসে খেলা দেখেন তখনই হয়ত বেশি ক্লান্ত হোন।
চলতি আসরে ২৪ ম্যাচ খেলে ১৬টিতে জয়, চার ম্যাচ ড্র আর চার ম্যাচ হেরে পয়েন্ট টেবিলের দ্বিতীয় স্থানে রয়েছে বার্সেলোনা। এই ম্যাচে জয়ের মধ্য দিয়ে শীর্ষস্থান উঠতে চায় মেসি বাহিনী। এইবার ২৩ ম্যাচ খেলে ৬ ম্যাচে জয় আর ছয় ম্যাচ ড্র এবং ১১ ম্যাচ হেরে পয়েন্ট টেবিলের ১৬তম স্থানে রয়েছে।

স্পন্সরেড আর্টিকেলঃ